জল-ধুলোতে নষ্ট হবে না, boAt Lunar Link স্মার্টওয়াচ কলিং ফিচার সহ ভারতে লঞ্চ হচ্ছে

ভারতীয় ক্রেতাদের জন্য দেশীয় সংস্থা boAt নিয়ে আসছে নতুন boAt Lunar Link স্মার্টওয়াচ। এতে থাকবে ১.৪ ইঞ্চি ডিসপ্লে,...
techgup 5 Feb 2024 8:47 PM IST

ভারতীয় ক্রেতাদের জন্য দেশীয় সংস্থা boAt নিয়ে আসছে নতুন boAt Lunar Link স্মার্টওয়াচ। এতে থাকবে ১.৪ ইঞ্চি ডিসপ্লে, ব্লুটুথ কলিং ফিচার এবং দীর্ঘ ৭ দিনের ব্যাটারি লাইফ। চলুন boAt Lunar Link স্মার্টওয়াচ সম্পর্কে কি কি তথ্য সামনে এল।

boAt Lunar Link- এর লভ্যতা

সংস্থার নিজস্ব ওয়েবসাইট এবং ই -কমার্স সাইট অ্যামাজনে boAt Lunar Link স্মার্টওয়াচটি 'কামিং সুন' হিসেবে লিস্টেড হয়েছে। যদিও এর লঞ্চের তারিখ এবং দাম এখনো পর্যন্ত জানানো হয়নি। তবে আশা করা যায় খুব শীঘ্রই এটি বাজারে কেনার জন্য উপলব্ধ হবে।

boAt Lunar Link- এর স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত boAt Lunar Link স্মার্টওয়াচটি ১.৪ ইঞ্চি গোলাকার এইচডি ডিসপ্লে সহ আসবে, যা ৫০০ নিট সর্বোচ্চ উজ্জ্বলতা অফার করবে। তাছাড়া ঘড়িটিতে ব্লুটুথ কলিং ফিচার সাপোর্ট করবে। এর জন্য ওয়্যারেবলটিতে ডায়াল প্যাড, বিল্ট-ইন মাইক্রোফোন এবং স্পিকার উপলব্ধ থাকবে। আবার ফিটনেস প্রেমীদের জন্য এতে থাকছে ১০০টিরও বেশি স্পোর্টস মোড।

অন্যদিকে, হেলথ ফিচার হিসেবে ঘড়িটিতে হার্ট রেট মনিটর, SpO2 সেন্সর, স্লিপ ট্র্যাকার, স্ট্রেস মনিটর, ব্রিদিং এক্সারসাইজ গাইড এবং মেন্সট্রুয়াল ট্র্যাকার দেওয়া হবে। উপরন্তু ঘড়িটিতে পাওয়া যাবে ডেইলি অ্যাক্টিভিটি ট্র্যাকার, সিডেন্টারি অ্যালার্ট, স্টেপ, ডিসটেন্স এবং ক্যালরি মনিটর ইত্যাদি। এখানেই শেষ নয়! ঘড়িটির অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি হল কুইক রিপ্লাই, নোটিফিকেশন অ্যালার্ট, ডিএনডি মোড, ফাইন্ড-মাই ফোন। এমনকি ঘড়িটিতে গুগল এবং সিরি ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করবে।

এবার আসা যাক boAt Lunar Link স্মার্টওয়াচের ব্যাটারি প্রসঙ্গে। সংস্থার মতে, একবার চার্জে এর ব্যাটারি ৫ দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। তবে ব্লুটুথ কলিং ফিচার চালু থাকলে এটি দু'দিন পর্যন্ত চলবে। সর্বোপরি জল ও ধুলো থেকে সুরক্ষা দেওয়ার জন্য এতে দেওয়া হয়েছে IP67 রেটিং।

Show Full Article
Next Story