- Home
- »
- স্মার্টওয়াচ »
- স্টাইলিশ ডিজাইনের সাথে কলিং ফিচার,...
স্টাইলিশ ডিজাইনের সাথে কলিং ফিচার, Crossbeats Apex Regal স্মার্টওয়াচ কিনবেন নাকি
Crossbeats ভারতে লঞ্চ করল নতুন স্মার্টওয়াচ Crossbeats Apex Regal। ৪০০০ টাকার কম দামে আসা নতুন এই ঘড়িটিতে রয়েছে...Crossbeats ভারতে লঞ্চ করল নতুন স্মার্টওয়াচ Crossbeats Apex Regal। ৪০০০ টাকার কম দামে আসা নতুন এই ঘড়িটিতে রয়েছে ব্লুটুথ কলিং টেকনোলজি সহ একাধিক হেলথ ফিচার ও স্পোর্টস মোড। ফলে বাজার চলতি অন্যান্য নামিদামি কোম্পানির ঘড়ির সাথে রীতিমতো পাল্লা দিতে প্রস্তুত এটি। চলুন দেখে নেওয়া যাক নতুন Crossbeats Apex Regal স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।
Crossbeats Apex Regal-এর দাম ও লভ্যতা
ভারতীয় বাজারে Crossbeats Apex Regal স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে ৩,৪৯৯ টাকা। এটি মেটাল মেস এবং সিলিকন ট্র্যাপ অপশনে পাওয়া যাবে। আর ক্রেতারা গোল্ড এবং ব্ল্যাক কালারের মধ্যে থেকে বেছে নিতে পারবেন তাদের পছন্দের ঘড়িটি। আগামী ১৫ জুলাই সংস্থার নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি ই-কমার্স সাইট অ্যামাজন থেকে শুরু হবে ঘড়িটির বিক্রি।
Crossbeats Apex Regal-এর স্পেসিফিকেশন ও ফিচার
নবাগত Crossbeats Apex Regal স্মার্টওয়াচটি গোলাকৃতির ১.৪৩ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে সহ এসেছে। যা সর্বোচ্চ ১০০০ নিট উজ্জ্বলতা অফার করতে সক্ষম। আর এর ডান ধারে থাকছে দুটি বাটন এবং ডিসপ্লেটিতে অলওয়েজ অন ডিসপ্লে মোড সাপোর্ট করবে।
অন্যদিকে, হেলথ ফিচার হিসেবে ঘড়িটিতে হার্টরেট মনিটর, SpO2 সেন্সর, স্লিপ ট্র্যাকার, ব্লাড প্রেসার মনিটর উপলব্ধ। সেই সঙ্গে এতে পাওয়া যাবে ১০০টির বেশি স্পোর্টস মোডের সুবিধা। আবার ঘড়িটিতে ব্লুটুথ কলিং ফিচার সাপোর্ট করবে। এর জন্য ওয়্যারেবলটিতে রয়েছে ক্লিয়ারকম টিএম টেকনোলজি। তদুপরি ঘড়িটির অন্যান্য উল্লেখযোগ্য ফিচার হল নোটিফিকেশন ডিসপ্লে, মিউজিক কন্ট্রোল, ওয়েদার আপডেট ইত্যাদি।
এবার আসা যাক Crossbeats Apex Regal স্মার্টওয়াচের ব্যাটারি প্রসঙ্গে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ২৮০ এমএএইচ ব্যাটারি, যা একবার চার্জে ব্লুটুথ কলিং ফিচার চালু থাকলে ৩ দিন এবং ব্লুটুথ কলিং ফিচার বন্ধ থাকলে টানা ৭ দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। সর্বোপরি জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য ঘড়িটিতে দেওয়া হয়েছে IP67 রেটিং।