বাজারে এল নয়া কলিং স্মার্টওয়াচ Crossbeats Ignite Stellr, রয়েছে পাঁচশোর বেশি ওয়াচফেস

ভারতে লঞ্চ হল Crossbeats Ignite Stellr স্মার্টওয়াচ। ব্লুটুথ কলিংযুক্ত এই ঘড়িটিতে থাকছে একাধিক হেলথ ফিচার ও স্পোর্টস মোড। আবার এতে দেওয়া হয়েছে বর্গাকার ডায়ালের সাথে…

ভারতে লঞ্চ হল Crossbeats Ignite Stellr স্মার্টওয়াচ। ব্লুটুথ কলিংযুক্ত এই ঘড়িটিতে থাকছে একাধিক হেলথ ফিচার ও স্পোর্টস মোড। আবার এতে দেওয়া হয়েছে বর্গাকার ডায়ালের সাথে সিলিকন ও মেটালিক স্ট্র্যাপ অপশন। চলুন দেখে নেওয়া যাক নতুন Crossbeats Ignite Stellr স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Crossbeats Ignite Stellr-এর দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে Crossbeats Ignite Stellr স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে ৩,৪৯৯ টাকা। এটি ব্ল্যাক, গ্রে এবং ব্লু কালারের সিলিকন স্ট্র্যাপ এবং সিলভার ও ব্ল্যাক কালারের মেটালিক ট্র্যাপ অপশনে এসেছে। আগামী ১৮ জুন ঘড়িটি বাজারে কেনার জন্য উপলব্ধ হবে। আগ্রহী ক্রেতারা ই-কমার্স সাইট অ্যামাজন থেকে ঘড়িটি কিনে নিতে পারেন।

Crossbeats Ignite Stellr-এর ফিচার ও স্পেসিফিকেশন

নবাগত Crossbeats Ignite Stellr স্মার্টওয়াচ ২.০১ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে, যা ১০০০ নিট উজ্জ্বলতা এবং ৯০ হার্টজ রিফ্রেস রেট অফার করবে। পাশাপাশি ঘড়িটিতে থাকছে ৫০০টিরও বেশি কাস্টমাইজেবল ওয়াচফেস। শুধু তাই নয়, নেভিগেশনের জন্য এর ডায়ালের ডান ধারে একটি রোটেটিং ক্রাউন বর্তমান।

অন্যদিকে, ঘড়িটিতে রয়েছে ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি, যার মাধ্যমে হাতের ঘড়ি থেকেই সরাসরি ফোন কল করা ও ধরা সম্ভব। এমনকি ব্লুটুথ কলিংয়ের জন্য ওয়্যারেবলটিতে ইনবিল্ট মাইক্রোফোন এবং স্পিকার উপলব্ধ। আবার হেলথ ফিচার হিসেবে এতে হার্ট রেট মনিটর, SpO2 সেন্সর, স্লিপ ট্র্যাকার ব্লাড ও প্রেসার মনিটর উপস্থিত।

এবার আসা যাক Crossbeats Ignite Stellr স্মার্টওয়াচের ব্যাটারি প্রসঙ্গে। সংস্থার মতে, ব্লুটুথ কলিং ছাড়া ঘড়িটি একবার চার্জে ৭ দিন পর্যন্ত এবং ব্লুটুথ কলিং চালু থাকলে ২ দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। আবার স্ট্যান্ড বাই মোডে এটি ১০ দিন পর্যন্ত সক্রিয় থাকবে।