- Home
- »
- স্মার্টওয়াচ »
- Smartwatch: দিনের সেরা ডিল, মাত্র ১,৯৯৯...
Smartwatch: দিনের সেরা ডিল, মাত্র ১,৯৯৯ টাকায় আজ পাওয়া যাবে ব্লুটুথ কলিং ফিচার সহ আসা স্মার্টওয়াচ
বর্তমান সময়ে স্মার্টওয়াচের ব্যবহার বহুল পরিমাণে বেড়ে গিয়েছে। কেননা এইধরণের ডিভাইস ইউজারদের স্বাস্থ্যের খেয়াল রাখার...বর্তমান সময়ে স্মার্টওয়াচের ব্যবহার বহুল পরিমাণে বেড়ে গিয়েছে। কেননা এইধরণের ডিভাইস ইউজারদের স্বাস্থ্যের খেয়াল রাখার পাশাপাশি স্মার্টফোনের একাধিক ফিচার অ্যাক্সেস করার সুবিধাও প্রদান করে থাকে। যদিও অত্যাধুনিক ফিচার থাকার কারণে এই স্মার্টওয়াচগুলির দামও অনেক বেশি। কিন্তু আজ আমরা এমন একটি অফারের কথা বলবো, যার ফায়দা তুলতে পারলে ব্লুটুথ কলিং সহ একাধিক অ্যাডভান্স ফিচার যুক্ত একটি স্মার্টওয়াচকে মাত্র ১,৯৯৯ টাকায় কিনে নেওয়া যাবে। আজ্ঞে হ্যাঁ! আমরা কথা বলছি চলতি বছরের অক্টোবরে লঞ্চ হওয়া Exxelo ব্র্যান্ডিংয়ের একটি লেটেস্ট স্মার্টওয়াচের প্রসঙ্গে। এটিকে আজ রাত ১২টা পর্যন্ত Amazon Deal of the Day অফারের অধীনে বিক্রি করা হবে।
Amazon থেকে Exxelo ব্র্যান্ডের ব্লুটুথ কলিং স্মার্টওয়াচ কিনুন মাত্র ১,৯৯৯ টাকায়
'অ্যামাজন ডিল অফ দ্য ডে' অফারের অধীনে এক্সেলো ব্লুটুথ কলিং স্মার্টওয়াচকে ফ্লাট ৩৩% বা ১,০০০ টাকা ডিসকাউন্ট সহ ১,৯৯৯ টাকায় কেনা যাবে। জানিয়ে রাখি উক্ত মডেলকে গত অক্টোবরে ২,৯৯৯ টাকায় লঞ্চ করা হয়েছিল।
অন্যান্য অফারের কথা বললে, চেকআউটের সময়ে HSBC ব্যাঙ্কের কার্ড ব্যবহার করলে ২৫০ টাকার ক্যাশব্যাক পাওয়া যাবে। এই স্মার্টওয়াচটিকে আপনি ৭ দিনের রিপ্লেসমেন্ট অফারে অধীনে কিনতে পারবেন। অর্থাৎ, ডেলিভার হওয়ার পর যদি মডেলটি পছন্দ না হয় তবে ৭ দিনের মধ্যে কোম্পানিকে রিটার্ন পাঠিয়ে দিলে পুরো টাকা ফেরত পেয়ে যাবেন। আর সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল - আলোচ্য ওয়্যারেবলের সাথে ১১ বছরের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে। যার মানে ১১ বছরের আগে যদি ডিভাইসটি নষ্ট হয়ে যায় তাহলে কোম্পানি স্বয়ং তা মেরামত করবে, এমনকি প্রয়োজনে নষ্ট হয়ে যাওয়া ওয়াচ রিপ্লেস করে একটি নতুন স্মার্টওয়াচও দেওয়া হবে। এছাড়া ম্যানুফ্যাকচারিং ডিফেক্টের ক্ষেত্রে ১ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি মিলবে।
Exxelo Bluetooth Calling Smart Watch -এর স্পেসিফিকেশন
SS_Ex162 মডেল নম্বর সহ লঞ্চ হওয়া এক্সেলো ব্লুটুথ কলিং স্মার্টওয়াচে এইচডি রেজোলিউশনের সেনসিটিভ ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন আছে। দ্রুত সংযোগের জন্য এতে ব্লুটুথ ৩.০ ভার্সন সাপোর্ট করে। তবে অন্যান্য কম-দামি স্মার্টওয়াচের থেকে এই মডেলটিকে স্বতন্ত্র করেছে এর ব্লুটুথ কলিং ফিচার। এক্ষেত্রে, ডিভাইসটির পেছনে একটি রিমুভেবল বা অপসারণযোগ্য প্যানেল আছে, যার মধ্যে মেমরি কার্ড স্লট এবং সিম কার্ড স্লট আছে। এই সিম স্লটে একটি ন্যানো সিম ঢুকিয়ে আপনি সরাসরি স্মার্টওয়াচ থেকেই ফোন করতে এবং ফোনের উত্তর দিতে পারবেন। নম্বর ডায়াল করার জন্য এতে একটি ব্লুটুথ ডায়ালারও উপস্থিত। এছাড়া, এই ডিভাইসে ব্লুটুথ এসএমএস নোটিফায়ারের সুবিধাও পাওয়া যাবে। সর্বোপরি যেকোনো ব্র্যান্ডিংয়ের অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সাথে কানেক্ট করার মাধ্যমে আপনারা রিমোর্ট মোডে ক্যামেরা অ্যাক্সেস করতে পারবেন।
এক্সেলো ব্লুটুথ কলিং স্মার্টওয়াচে স্টপওয়াচ ফিচার বিদ্যমান, যা ব্যবহার করে আপনারা নির্দিষ্ট সময় সেট করার মাধ্যমে ব্যায়াম বা যোগাসন করতে পারবেন। আবার দিনে কতটা হাঁটলেন সেই হিসাব দেবে ডিভাইসে থাকা স্টেপ কাউন্টার ফিচার। এছাড়া অন্যান্য বৈশিষ্ট্য হিসাবে এতে - স্লিপ মনিটর, পেডোমিটার, সেডেন্টারি রিমাইন্ডার এবং ওয়াটার ইনটেক রিমাইন্ডারের সুবিধা পাওয়া যাবে।
গান-প্রেমীরা আলোচ্য ওয়্যারেবলে থাকা ইন-বিল্ড স্পিকার সিস্টেম বা মিউজিক প্লেয়ার ব্যবহার করে হ্যান্ডস-ফ্রি মোডে নিজের প্রিয় গান শুনতে পারবেন। এছাড়া - অ্যালার্ম ক্লক, মেসেজ রিমাইন্ডার, কল রিমাইন্ডারের মতো বৈশিষ্ট্যও রয়েছে এতে। মর্ডার্ন স্টেইনলেস স্টিল নির্মিত ও সিলিকন কেসিং সহ আসা এক্সেলো ব্লুটুথ কলিং স্মার্টওয়াচের পরিমাপ ৭.৮x৭.৬x৫.৬ সেমি এবং ওজন ৯০ গ্রাম।