- Home
- »
- স্মার্টওয়াচ »
- Diesel Griffed Gen 6: ভারতে লঞ্চ হল...
Diesel Griffed Gen 6: ভারতে লঞ্চ হল প্রিমিয়াম স্মার্টওয়াচ, রয়েছে শক্তিশালী স্ন্যাপড্রাগন প্রসেসর
ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করল Diesel এর নতুন একটি স্মার্টওয়াচ, যা Diesel Griffed Gen 6 নামে এসেছে। প্রিমিয়াম রেঞ্জের এই...ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করল Diesel এর নতুন একটি স্মার্টওয়াচ, যা Diesel Griffed Gen 6 নামে এসেছে। প্রিমিয়াম রেঞ্জের এই স্মার্টওয়াচে রয়েছে অলওয়েজ অন ডিসপ্লে ফিচার। এছাড়া আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪১০০ প্লাস প্রসেসর। চলুন দেখে নেওয়া যাক নতুন Diesel Griffed Gen 6 স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।
Diesel Griffed Gen 6 স্মার্টওয়াচের দাম ও লভ্যতা
ভারতীয় বাজারে ডিজেল গ্রিফড জেন ৬ স্মার্টওয়াচটির দাম ধার্য করা হয়েছে ২৫,৯৯৫ টাকা। এটি সিলভার/ব্ল্যাক, গানমেটাল/ ব্ল্যাক কিংবা সিলভার কালার অপশনে উপলব্ধ। সংস্থার নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট ও নির্দিষ্ট ডিজেল স্টোর থেকে কিনতে পাওয়া যাচ্ছে নতুন স্মার্টওয়াচটি।
Diesel Griffed Gen 6 স্মার্টওয়াচের ফিচার ও স্পেসিফিকেশন
নবাগত ডিজেল গ্রিফড জেন ৬ স্মার্টওয়াচটি এলিগেন্ট স্টাইল এবং উন্নত মানের টেকনোলজির যৌথ সংস্করণ। তাছাড়া স্মার্টওয়াচটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪১০০ প্লাস চিপ দ্বারা চালিত। তাছাড়া নিরবিচ্ছিন্ন সিমলেস কানেকশনের জন্য এতে ব্যবহৃত হয়েছে উন্নতমানের ব্লুটুথ ভি৫। শুধু তাই নয়, আধুনিক যুগের এই স্মার্টওয়াচে হার্ট রেট মনিটর, কার্ডিও-ট্রাকার, SpO2 উপলব্ধ। সাথে এটি স্টেপ এবং স্লিপ সাইকেল ট্র্যাক করতে পারবে।
অন্যদিকে, স্মার্টওয়াচটি অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট সহ এসেছে। যাতে রয়েছে হাজারেরও বেশি ওয়াচফেস। উপরন্তু এতে কন্ট্যাক্টলেস পেমেন্ট, মিউজিক, সোশ্যাল নিউজ এবং স্টপ ওয়াচ অ্যাপ সাপোর্ট করবে। এছাড়া স্মার্টওয়াচটিতে রয়েছে স্পিকার মাইক্রোফোন এবং কাস্টমাইজেবল বাটন। তদুপরি ওয়্যারেবলটিতে ফাস্ট চার্জিং সাপোর্ট করায়, মাত্র ৩০ মিনিটেই এর ৮০ শতাংশ চার্জ হয়ে যাবে। এছাড়া এর স্মার্ট ব্যাটারি মোড ব্যাটারি লাইফ বাড়াবে। সর্বোপরি জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য Diesel Griffed Gen 6 স্মার্টওয়াচটি ৩ এটিএম রেটিং প্রাপ্ত। ফলে সাঁতারের সময় এটি অনায়াসেই ব্যবহার করা যাবে।