DIZO Watch D2: ১৮০০ টাকার কমে ব্লুটুথ কলিং ফিচার, ডিজো ওয়াচ সস্তায় দিচ্ছে পুষ্টিকর ফিচার

ভারতে আত্মপ্রকাশ করল DIZO সংস্থার নতুন একটি স্মার্টওয়াচ, যার নাম DIZO Watch D2। জনপ্রিয় Realme TechLife ব্র্যান্ডের নতুন এই স্মার্টওয়াচটি সাশ্রয়ী মূল্যে এসেছে। এতে রয়েছে…

ভারতে আত্মপ্রকাশ করল DIZO সংস্থার নতুন একটি স্মার্টওয়াচ, যার নাম DIZO Watch D2। জনপ্রিয় Realme TechLife ব্র্যান্ডের নতুন এই স্মার্টওয়াচটি সাশ্রয়ী মূল্যে এসেছে। এতে রয়েছে ব্লুটুথ কলিং ফিচার। আবার সংস্থার মতে, একবার চার্জে ঘড়িটি ৭ দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দেবে। চলুন দেখে নেওয়া যাক নতুন DIZO Watch D2 স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

DIZO Watch D2 স্মার্টওয়াচের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে ডিজো ওয়াচ ডি২ স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে ১,৭৯৯ টাকা। আগামী ১০ ফেব্রুয়ারি শুরু হবে এর বিক্রি। আগ্রহী ক্রেতারা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি ই- কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন ঘড়িটি।

DIZO Watch D2 স্মার্টওয়াচের ফিচার ও স্পেসিফিকেশন

নবাগত ডিজো ওয়াচ ডি২ স্মার্টওয়াচটি ১.৯১ ইঞ্চি বর্গাকার ডিসপ্লের সাথে এসেছে, যা ৫০০ নিট সর্বোচ্চ উজ্জ্বলতা এবং ১৫০টি কাস্টমাইজেবল ওয়াচফেস অফার করবে। তাছাড়া এতে রয়েছে হাইব্রিড অ্যালুমিনিয়াম ফ্রেম ও নরম সিলিকন স্ট্র্যাপ। এমনকি এর ডান ধারে একটি বাটন উপলব্ধ।

অন্যদিকে, হেলথ ফিচার হিসেবে ঘড়িটিতে থাকছে হার্ট রেট মনিটর, SpO2 সেন্সর, স্লিপ ট্র্যাকার, মেন্সট্রুয়াল সাইকেল ট্র্যাকার ইত্যাদি। পাশাপাশি হাইড্রেশন এবং সিডেনটারি রিমাইন্ডারও দেবে টাইম পিসটি। আবার ফিটনেসপ্রেমীদের জন্য ঘড়িটিতে রয়েছে ১২০টি ইন্ডোর এবং আউটডোর স্পোর্টস মোড।

তবে DIZO Watch D2 স্মার্টওয়াচের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, এটি ব্লুটুথ কলিং ফিচার সাপোর্ট করবে। তাই হাতের ঘড়ি থেকেই ব্যবহারকারী ফোন কলের উত্তর দিতে এবং ফোন কল করতে পারবেন। এছাড়া এতে নয়েজ ক্যান্সেলেশন ফিচার এবং সাইলেন্ট মোড বর্তমান। তদুপরি এর অন্যান্য ফিচারগুলি হল ক্যামেরা এবং মিউজিক কন্ট্রোল, স্মার্ট নোটিফিকেশন, ওয়েদার আপডেট, ফাইন্ড মাই ফোন ইত্যাদি। সবশেষে জানিয়ে রাখি, পাওয়ার ব্যাকআপের জন্য ঘড়িটিতে ব্যবহৃত হয়েছে ২৬০ এমএএইচ ব্যাটারি, যা একবার চার্জে সাধারণ ব্যবহারে ৭ দিন এবং ব্লুটুথ কলিং ফিচার চালু থাকলে ৩ দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম।