- Home
- »
- স্মার্টওয়াচ »
- 1500 টাকার কমে ব্লুটুথ কলিং, Fire-Boltt...
1500 টাকার কমে ব্লুটুথ কলিং, Fire-Boltt Armour স্মার্টওয়াচ কিনবেন নাকি
ভারতে লঞ্চ হল Fire-Boltt সংস্থার নতুন Fire-Boltt Armour স্মার্টওয়াচ। নতুন এই ঘড়িটিতে রয়েছে একাধিক হেলথ ফিচারে...ভারতে লঞ্চ হল Fire-Boltt সংস্থার নতুন Fire-Boltt Armour স্মার্টওয়াচ। নতুন এই ঘড়িটিতে রয়েছে একাধিক হেলথ ফিচারে পাশাপাশি বিভিন্ন স্পোর্টস মোড। তাছাড়া স্মার্টওয়াচটি থেকে ব্যবহারকারী সরাসরি ফোন কল করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক নতুন Fire-Boltt Armour স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।
Fire-Boltt Armour-এর দাম ও লভ্যতা
ভারতীয় বাজারে Fire-Boltt Armour স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে ১,৪৯৯ টাকা। এটি ব্ল্যাক, ক্যামো ব্ল্যাক, গ্রিন, গোল্ড ব্ল্যাক, সিলভার গ্রিন কালার অপশনে এসেছে। আগ্রহী ক্রেতারা ই-কমার্স সাইট অ্যামাজন থেকে কিনে নিতে পারবেন ঘড়িটি।
Fire-Boltt Armour-এর স্পেসিফিকেশন ও ফিচার
নবাগত Fire-Boltt Armour স্মার্টওয়াচটি শক্তপোক্ত ডিজাইনের মেটাল কেস ও মজবুত গ্লাসের সাথে এসেছে। এতে দেওয়া হয়েছে ১.৬ ইঞ্চি স্ক্রিন। যার রেজোলিউশন ৪০০ x ৪০০ পিক্সেল এবং এটি ৬০০ নিট সর্বোচ্চ উজ্জ্বলতা প্রদান করতে সক্ষম। শুধু তাই নয়, ডিসপ্লেটি অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট করবে। এছাড়া এই ডিসপ্লের ডান ধারে থাকছে একটি রোটেটিং ক্রাউন এবং একটি পাওয়ার বাটন। সেই সঙ্গে ঘড়িটিতে পাওয়া যাবে একাধিক ওয়াচফেস।
অন্যদিকে, হেলথ ফিচার হিসেবে ওয়্যারেবলটিতে হার্টরেট ট্র্যাকার, স্লিপ ট্র্যাকার, SpO2 সেন্সর উপলব্ধ। এর পাশাপাশি থাকছে একাধিক স্পোর্টস মোড। এমনকি ঘড়িটিতে পাওয়া যাবে ড্রিঙ্ক ওয়াটার রিমাইন্ডার, সিডেন্টারি রিমাইন্ডারের মত ফিচারও।
এখানেই শেষ নয়, নয়া টাইমপিসটি ব্লুটুথ কলিং সাপোর্ট করবে। এর জন্য এতে রয়েছে বিল্ট-ইন মাইক এবং স্পিকারের সাথে কল হিস্ট্রি এবং কুইক ডায়াল প্যাডের সুবিধা। উপরন্তু ঘড়িটি ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করতে সক্ষম। তবে ঘড়িটির অন্যান্য ফিচারের মধ্যে উল্লেখযোগ্য অ্যালার্ম, এক্সেসাইজ কন্ট্রোল, মিউজিক ও ক্যামেরা কন্ট্রোল ইত্যাদি।
এবার আসা যাক Fire-Boltt Armour স্মার্টওয়াচের ব্যাটারি প্রসঙ্গে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ৬০০ এমএএইচ ব্যাটারি, যা একবার চার্জে ব্লুটুথ কলিং চালু থাকলে ৫ দিন, ক্লাসিক মোডে ৮ দিন এবং স্ট্যান্ডবাই মোডে ২৫ দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে পারবে।