Fire Boltt Blizzard: দেখতে অবিকল Rolex এর ঘড়ি, ফায়ার-বোল্ট আনল নতুন স্মার্টওয়াচ

দেশীয় ব্র্যান্ড Fire Boltt চলতি সপ্তাহেই Fire-Boltt Quantum নামের একটি স্মার্টওয়াচ লঞ্চ করেছিল। আর আজ অর্থাৎ ১৯শে...
Suman Patra 20 Feb 2023 12:41 PM IST

দেশীয় ব্র্যান্ড Fire Boltt চলতি সপ্তাহেই Fire-Boltt Quantum নামের একটি স্মার্টওয়াচ লঞ্চ করেছিল। আর আজ অর্থাৎ ১৯শে ফেব্রুয়ারি সংস্থাটি নিয়ে এল আরেকটি নতুন স্মার্টওয়াচ, যার নাম Fire-Boltt Blizzard। ডিজাইনের নিরিখে এটি অনেকটা বিলাসবহুল রোলেক্স (Rolex) ঘড়ির মতো প্রিমিয়াম লুক অফার করে। আবার কার্যকারিতার দিক থেকে এই স্মার্টওয়াচে পাওয়া যাবে - HD রেজোলিউশন যুক্ত গোলাকৃতির ডিসপ্লে, ১২০টি ভিন্ন স্পোর্টস মোড, ডায়াল প্যাড, ইন-বিল্ট গেম এবং ব্লুটুথ কলিংয়ের মতো উল্লেখযোগ্য ফিচার। এছাড়া - হার্ট রেট মনিটরিং, SpO2 লেভেল, স্লিপ এবং মেন্সট্রুয়াল সাইকেল ট্র্যাক করার সুবিধাও মিলবে। দেখতে গেলে সদ্য লঞ্চের মুখ দেখা এই স্মার্টওয়াচের একাধিক কনফিগারেশন পূর্বসূরি Fire-Boltt Quantum -এর অনুরূপ। Fire-Boltt Blizzard স্মার্ট ওয়্যারেবলের দাম, লভ্যতা এবং ফিচার জেনে নেওয়া যাক…

ফায়ার-বোল্ট ব্লিজার্ড স্মার্টওয়াচের দাম ও প্রাপ্যতা (Fire-Boltt Blizzard Price and Availability in India)

ভারতের বাজারে ফায়ার বোল্ট ব্লিজার্ড স্মার্টওয়াচের দাম রাখা হয়েছে ৩,৪৯৯ টাকা। লভ্যতার কথা বললে, আগামী ২৩শে ফেব্রুয়ারি থেকে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট (Flipkart) এবং সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এর সেল শুরু হবে। এটি - সিলভার, সিলভার ও ব্ল্যাক কম্বো এবং সিলভার ও গোল্ড কম্বো কালার অপশনে এসেছে।

ফায়ার-বোল্ট ব্লিজার্ড স্মার্টওয়াচের স্পেসিফিকেশন (Fire-Boltt Blizzard Specifications)

ডিজাইনের দিক থেকে, ফায়ার বোল্ট ব্লিজার্ড স্মার্টওয়াচটি দেখতে অনেকটা রেগুলার ঘড়ির মতোই। এটি অ্যান্টি-করোসন প্রপার্টিস এবং হাই-টেক সিরামিক বডি সহ এসেছে। নবাগত এই ডিভাইসে রোটেটিং ক্রাউন, হোম বাটন এবং ব্যাক বাটন রয়েছে। ফিচারের কথা বললে, উক্ত স্মার্টওয়াচে ১.২৮-ইঞ্চির সার্কুলার ডায়াল দেওয়া হয়েছে, যা এইচডি রেজোলিউশন সমর্থন করে। হেলথ ফিচার হিসাবে ফায়ার বোল্ট ব্লিজার্ডে - হার্ট রেট মনিটর, ব্লাড অক্সিজেন বা SpO2 সেন্সর, স্লিপ ট্র্যাকার এবং মেন্সট্রুয়াল সাইকেল ট্র্যাকার উপলব্ধ। এছাড়া ফিটনেস-ফ্রিকদের সুবিধার্থে এতে ১২০টি ভিন্ন স্পোর্টস মোডও মিলবে।

Fire-Boltt Blizzard স্মার্টওয়াচে ব্লুটুথ কলিং ফিচার ব্যবহারের জন্য ইন-বিল্ট স্পিকার সিস্টেম এবং ডায়াল প্যাড বিদ্যমান। এছাড়া এই নয়া ওয়্যারেবলটি - স্মার্ট নোটিফিকেশন, ক্যামেরা কন্ট্রোল, ওয়েদার আপডেট এবং ভয়েস অ্যাসিস্টেন্টের মতো অ্যাডভান্স বৈশিষ্ট্য অফার করে। সর্বোপরি গেম প্রেমীদের জন্য এতে ইনবিল্ট গেমও রয়েছে। ফায়ার বোল্ট ব্লিজার্ড -এ ২২০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে। সংস্থার দাবি অনুসারে, এই ব্যাটারি একক চার্জে ৭ দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ অফার করে। পরিশেষে, Fire-Boltt Blizzard জল প্রতিরোধের জন্য IP67 রেটিং প্রাপ্ত।

Show Full Article
Next Story