Fire-Boltt Collide: জলে ডুবিয়ে রাখলেও নষ্ট হবে না, চলে এল নতুন স্মার্টওয়াচ

ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করল Fire-Boltt এর নতুন স্মার্টওয়াচ, যার নাম Fire-Boltt Collide। সংস্থার নতুন এই স্মার্টওয়াচে...
techgup 7 April 2023 10:42 AM IST

ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করল Fire-Boltt এর নতুন স্মার্টওয়াচ, যার নাম Fire-Boltt Collide। সংস্থার নতুন এই স্মার্টওয়াচে রয়েছে একাধিক আকর্ষণীয় ফিচার এবং নজরকাড়া বৈশিষ্ট্য। এর মধ্যে উল্লেখযোগ্য ব্লুটুথ কলিং ফিচার, ভয়েস অ্যাসিস্ট্যান্ট, একাধিক হেল্থ ফিচার এবং স্পোর্টস মোড। চলুন দেখে নেওয়া যাক নতুন Fire-Boltt Collide স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Fire-Boltt Collide-এর দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে Fire-Boltt Collide স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে ২,৯৯৯ টাকা। দেশের জনপ্রিয় স্টোরগুলি ছাড়াও ই-কমার্স সাইট অ্যামাজন এবং ফ্লিপকার্ট থেকে কিনতে পাওয়া যাচ্ছে ঘড়িটি। আর ব্ল্যাক, গ্রে, গ্রে/ব্লাক, সিলভার/ব্ল্যাক সিলিকন স্ট্র্যাপে এবং ব্রাউন লেদার ট্র্যাপ অপশনে পাওয়া যাবে নতুন এই স্মার্টওয়াচ।

Fire-Boltt Collide-এর স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত Fire-Boltt Collide স্মার্টওয়াচটি ১.৩২ ইঞ্চি রেটিনা লেভেল ডিসপ্লের সাথে এসেছে, যার রেজোলিউশন ৩৬০x৩৬০ পিক্সেল এবং এটি সর্বোচ্চ ৫০০ নিট উজ্জ্বলতা অফার করবে। আবার এতে ১০০টি ওয়াচফেস সাপোর্ট করতবে। এছাড়া ঘড়িটিতে পাওয়া যাবে ব্লুটুথ কলিংয়ের সুবিধা। এর জন্য এতে ব্লুটুথ ৫.২ কানেক্টিভিটি উপলব্ধ। সাথে থাকছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট। এখানেই শেষ নয়, ১০.৭ মিলিমিটার পুরু ও হালকা ওজনের এই ঘড়ির ডিসপ্লের ডান ধারে একটি ক্রাউন বটন বর্তমান।

অন্যদিকে, হেলথ ফিচার হিসেবে স্মার্টওয়াচটিতে রয়েছে হার্ট রেট মনিটর, SpO2 সেন্সর, স্লিপ ট্র্যাকার, মেন্সুয়াল সাইকেল ট্র্যাকার ইত্যাদি। তদুপুরি ঘড়িটিতে পাওয়া যাবে ৭০টি স্পোর্টস মোডের সুবিধা। উপরন্তু ডিভাইসটির সাহায্যে ব্যবহারকারী স্মার্টফোনের ক্যামেরা অপারেট করতে পারবেন এবং সেই সঙ্গে ঘড়ির মধ্যেই পাবেন গেম খেলার সুযোগ।

এবার আসা যাক Fire-Boltt Collide স্মার্টওয়াচের ব্যাটারি প্রসঙ্গে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ব্যবহৃত হয়েছে ৩৩০ এমএএইচ ব্যাটারি, যা একবার চার্জে ৭ দিন পর্যন্ত ব্যাটারি সাপোর্ট দিতে সক্ষম। সর্বোপরি জল ও ধুলো থেকে সুরক্ষা দেওয়ার জন্য স্মার্টওয়াচটিতে দেওয়া হয়েছে IP68 রেটিং।

Show Full Article
Next Story