Fire-Boltt Pristine: একাধিক হেলথ ফিচার সহ স্টাইলিস স্মার্টওয়াচ ভারতে লঞ্চ হল, দাম সাধ্যের মধ্যে

দেশীয় ওয়্যারেবল এবং অডিও অ্যাক্সেসরিজ প্রস্তুতকারী সংস্থা Fire-Boltt মহিলাদের জন্য নিয়ে আসলো নতুন একটি স্মার্টওয়াচ,...
techgup 5 April 2023 5:34 PM IST

দেশীয় ওয়্যারেবল এবং অডিও অ্যাক্সেসরিজ প্রস্তুতকারী সংস্থা Fire-Boltt মহিলাদের জন্য নিয়ে আসলো নতুন একটি স্মার্টওয়াচ, যার নাম Fire-Boltt Pristine। মহিলাদের হেলদি লাইফস্টাইল প্রদান করার জন্য এই ঘড়িতে রয়েছে মেনস্ট্রুয়াল সাইকেল ট্র্যাকার, সিডেন্টারি রিমাইন্ডার, স্লিপ ট্র্যাকার ও একাধিক স্পোর্টস মোড। তাছাড়া এর লুক এবং ডিজাইনেও থাকছে অভিনবত্ব। চলুন দেখে নেওয়া যাক নতুন Fire-Boltt Pristine স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Fire-Boltt Pristine-এর দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে Fire-Boltt Pristine স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে ২,৯৯৯ টাকা। এর সাথে ক্রেতারা পাবেন এক বছরের ওয়্যারেন্টি। সংস্থার নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে কিনতে পাওয়া যাচ্ছে নতুন এই ঘড়ি। এখানে জানিয়ে রাখি, Pristine স্মার্টওয়াচটি দুটি স্ট্র্যাপ ভ্যারিয়েন্টে এসেছে। এর মধ্যে একটি হল সেরামিক এবং অন্যটি সিলিকন। তাছাড়া এটি পিঙ্ক, সিলভার, গোল্ড এবং পার্ল হোয়াইট কালার অপশনে পাওয়া যাবে

Fire-Boltt Pristine-এর স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত Fire-Boltt Pristine স্মার্টওয়াচটি স্টেম প্রিন্টেড স্টেইনলেস স্টিল বেজেল এবং মেটাল বাটন সহ গোলাকৃতি ডিসপ্লের সাথে এসেছে। আর এর ডায়ালের পরিমাপ ১.৩২ ইঞ্চি। যার রেজোলিউশন ৩৬০x৩৬০ পিক্সেল এবং ডায়াল কনফিগারেশন ৪৩ এমএম। এই ডায়ালের উপর রয়েছে থ্রিডি গ্লাসের আচ্ছাদন।

অন্যদিকে, ঘড়িটির ফিচার এবং ফাংশন প্রসঙ্গে বলতে গেলে, এতে পাওয়া যাবে ব্লুটুথ কলিংয়ের সুবিধা। সেই সঙ্গে ঘড়িটিতে কল হিস্ট্রি, কুইক ডায়াল এবং কন্টাক্ট মজুত রাখা সম্ভব। শুধু তাই নয়, ব্লুটুথ কলিংয়ের জন্য এতে ইন-বিল্ট মাইক্রোফোন এবং স্পিকার উপলব্ধ।

উপরন্তু এই স্মার্টওয়াচে ৬০টি স্পোর্টস মোড সাপোর্ট করবে। আবার হেলথ ফিচার হিসেবে এতে রয়েছে হার্ট রেট মানিটর, SpO2 সেন্সর, মেনস্ট্রুয়াল সাইকেল ট্র্যাকার, স্লিপ ট্র্যাকার এবং সিডেন্টারি রিমাইন্ডার।

এবার আলোচনা করা যাক Fire-Boltt Pristine স্মার্টওয়াচের ব্যাটারি নিয়ে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ২১০ এমএএইচ ব্যাটারি, যা একবার চার্জে ১৫ দিন পর্যন্ত ঘড়িটিকে সক্রিয় রাখবে। তদুপরি উক্ত ওয়্যারেবলের উল্লেখযোগ্য ফিচারগুলি হল, রিমোর্ট ক্যামেরা কন্ট্রোল, স্মার্ট নোটিফিকেশন, এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি। এছাড়া ঘড়িটিতে পাওয়া যাবে দুটি মেনু লেআউট এবং একাধিক ওয়াচফেস, যা ব্যবহারকারী তাদের মুড অনুযায়ী পরিবর্তন করতে পারবেন।

Show Full Article
Next Story