নয়া কলিং স্মার্টওয়াচ আনল Fire-Boltt, ফুল চার্জে চলবে ২৫ দিন

Fire-Boltt সংস্থার আউটডোর সিরিজের স্মার্টওয়াচের তালিকায় যুক্ত হল নতুন নাম, Fire-Boltt Shark। ২০০০ টাকারও কম দামে আসা এই ঘড়িটিতে দেওয়া হয়েছে রাগড ডিজাইন এবং আকর্ষণীয়…

Fire-Boltt সংস্থার আউটডোর সিরিজের স্মার্টওয়াচের তালিকায় যুক্ত হল নতুন নাম, Fire-Boltt Shark। ২০০০ টাকারও কম দামে আসা এই ঘড়িটিতে দেওয়া হয়েছে রাগড ডিজাইন এবং আকর্ষণীয় একাধিক ফিচার। তবে এর সবচেয়ে নজরকাড়া বৈশিষ্ট্যগুলি হল ব্লুটুথ কলিং ফিচার, ১২০টি স্পোর্টস মোড, একাধিক হেলথ সেন্সর এবং দীর্ঘ ২৫ দিনের ব্যাটারি লাইফ। চলুন দেখে নেওয়া যাক নতুন Fire-Boltt Shark স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Fire-Boltt Shark -এর দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে Fire-Boltt Shark স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে ১,৭৯৯ টাকা। এটি ব্ল্যাক, ক্যামো ব্ল্যাক, ব্ল্যাক গোল্ড এবং গোল্ড ক্রিম কালার অপশনে এসেছে। সংস্থার নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকেও কিনতে পাওয়া যাচ্ছে ঘড়িটি।

Fire-Boltt Shark -এর স্পেসিফিকেশন ও ফিচার

আগেই বলেছি, Fire-Boltt Shark স্মার্টওয়াচটিতে দেওয়া হয়েছে রাগড ডিজাইন। ফলে বাইরের যেকোনো ধরনের অ্যাক্টিভিটি করার সময় এটি ব্যবহার করা যেতে পারে। আবার এতে শক প্রতিরোধের ক্ষমতা থাকার দরুন ট্র্যাকিং কিংবা ক্লাইম্বিংয়ের সময় এটি ব্যবহারযোগ্য।

অন্যদিকে, ঘড়িটির ডিজাইন প্রসঙ্গে বলতে গেলে, এতে রয়েছে ১.৮৩ ইঞ্চি এইচডি ডিসপ্লে, যা ১০০টিরও বেশি ওয়াচফেস সাপোর্ট করবে। উপরন্তু ব্যবহারকারী এর ওয়াচফেসগুলি নিজেদের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। শুধু তাই নয়, এর ডিসপ্লের ধারে থাকছে দুটি ফিজিক্যাল বাটন, যার মাধ্যমে ঘড়িটিকে নিয়ন্ত্রণ করা যাবে।

তবে স্মার্টওয়াচটির সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো ব্লুটুথ কলিং ফিচার। এর জন্য ঘড়িটিতে বিল্ট-ইন স্পিকার এবং মাইক্রোফোন বর্তমান। তাই ঘড়ি থেকে ব্যবহারকারী অনায়াসেই ফোন কল ধরতে এবং কাটতে পারবেন। আবার ওয়্যারেবলটি থেকে সরাসরি ফোন করার জন্য এতে থাকছে বিল্ট-ইন ডায়াল প্যাড।

তদুপরি Fire-Boltt Shark স্মার্টওয়াচটি ১২০টি স্পোর্টস মোড সাপোর্ট সহ এসেছে। এমনকি হেলথ ফিচার হিসেবে এতে পিডিওমিটার, স্লিপ মনিটর, হার্ট রেট মনিটর, SpO2 সেন্সর এবং মেনস্ট্রুয়াল সাইকেল ট্র্যাকার উপলব্ধ।

এখানেই শেষ নয়! ঘড়িটির অন্যান্য উল্লেখযোগ্য ফিচারগুলি হল হেলথ রিমাইন্ডার, রিমোট ক্যামেরা কন্ট্রোল, টাইমার, ওয়েদার ফোরকাস্ট, অ্যালার্ম ক্লক এবং স্টপ ওয়াচ।

এবার আসা যাক Fire-Boltt Shark স্মার্টওয়াচের ব্যাটারি প্রসঙ্গে। সংস্থার মতে, একবার চার্জে এর ব্যাটারি ৮ দিন পর্যন্ত ক্ল্যাসিক মোডে এবং ২৫ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই মোডে ব্যবহারযোগ্য। সর্বোপরি জল এবং ধুলো থেকে সুরক্ষা দেওয়ার জন্য ঘড়িটিতে দেওয়া হয়েছে IP67 রেটিং। ফলে এটি জলের এক মিটার গভীরে ৩০ মিনিট পর্যন্ত সুরক্ষিত থাকবে।