Fire-Boltt Strike: দীর্ঘ ব্যাটারি লাইফ ও ব্লুটুথ কলিং সহ লঞ্চ হল নতুন স্মার্টওয়াচ, দাম 2 হাজার টাকার অনেক কম

ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করল Fire-Boltt সংস্থার নতুন স্মার্টওয়াচ, যার নাম Fire-Boltt Strike। জিং অ্যালয় ফ্রেমের...
techgup 14 Dec 2023 12:33 PM IST

ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করল Fire-Boltt সংস্থার নতুন স্মার্টওয়াচ, যার নাম Fire-Boltt Strike। জিং অ্যালয় ফ্রেমের ডিসপ্লে সহ আসা নতুন ঘড়িটিতে রয়েছে একাধিক স্পোর্টস মোড এবং হেলথ ফিচার। সেই সঙ্গে এটি ব্লুটুথ কলিং ফিচারও সাপোর্ট করবে। চলুন দেখে নেওয়া যাক নতুন Fire-Boltt Strike স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Fire-Boltt Strike-এর দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে Fire-Boltt Strike স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে ১,৭৯৯ টাকা। এটি ব্ল্যাক, ক্যামো ব্ল্যাক, গোল্ড ব্ল্যাক, অরেঞ্জ এবং কেম গ্রিন কালার অপশনে উপলব্ধ। আগ্রহী ক্রেতারা সংস্থার নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি ই-কমার্স সাইট অ্যামাজন থেকে কিনে নিতে পারবেন ঘড়িটি।

Fire-Boltt Strike-এর স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত Fire-Boltt Strike স্মার্টওয়াচ ৪১০x৫০২ পিক্সেল রেজোলিউশন এবং ৫০০ নিট সর্বোচ্চ উজ্জ্বলতা সরবরাহ করবে। এর ডিসপ্লে প্যানেলটির চারপাশে থাকছে জিং অ্যালয় মিডল ফ্রেম। স্মার্ট ঘড়িটি রঙিন স্ট্র্যাপ সহ পাওয়া যাবে। বিভিন্ন কালার অপশন থেকে ক্রেতারা বেছে নিতে পারবেন তাদের পছন্দের স্ট্র্যাপ কালারটি।

অন্যদিকে, হেলথ ফিচার হিসাবে Fire-Boltt Strike ঘড়িটিতে হার্টরেট মনিটার, SpO2 সেন্সর, স্ট্রেস মনিটর, স্লিপ ম্যাপিং এবং মেনস্ট্রুয়াল সাইকেল ট্র্যাকার উপলব্ধ। সেই সঙ্গে এতে রয়েছে ১২৩টি স্পোর্টস মোড। শুধু তাই নয়, হাতের ঘড়ি থেকেই ব্যবহারকারী ফোন কল ধরতে এবং করতে পারবেন। এজন্য ঘড়িটিতে ইনবিল্ট মাইক্রোফোন ও স্পিকার বর্তমান। এমনকি ঘড়িটি এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করবে।

এবার আসা যাক Fire-Boltt Strike স্মার্টওয়াচের ব্যাটারি প্রসঙ্গে। সংস্থার মধ্যে একবার চার্জে এর ব্যাটারি ৮ দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। আবার স্ট্যান্ডবাই মোডে ওয়্যারেবলটি ২৫ দিন পর্যন্ত সক্রিয় থাকবে। উপরন্তু ঘড়িটির অন্যান্য উল্লেখযোগ্য ফিচারগুলি হল কল হিস্ট্রি, কুইক ডায়াল প্যাড, একাধিক ওয়াচফেস, স্মার্ট নোটিফিকেশন, ওয়েদার আপডেট, ক্যামেরা ও মিউজিক কন্ট্রোল ইত্যাদি। সর্বোপরি জল এবং ধুলো থেকে সুরক্ষা দেওয়ার জন্য ঘড়িটিতে দেওয়া হয়েছে IP67 রেটিং।

Show Full Article
Next Story