বিনামূল্যে Apple Watch Series 10 স্মার্টওয়াচ, আপনার লাভের জন্য অবিশ্বাস্য ঘোষণা এই দুই সংস্থার

বিনামূল্যে পেয়ে যেতে পারেন Apple Watch Series 10। যারা হাঁটতে ভালোবাসেন তাদের জন্য বিশেষ করে এই সুযোগ রয়েছে। কী শর্ত মানলে ফুল রিফান্ড পাবেন জেনে নিন।

Suvrodeep Chakraborty 4 Dec 2024 6:34 PM IST

গ্যাজেট দুনিয়ার অন্যতম সেরা ও প্রিমিয়াম স্মার্টওয়াচ Apple Watch Series 10। এই ডিভাইস একেবারে বিনামূল্যে জেতার সুযোগ রয়েছে। এটা ছাড়াও জিততে পারেন Apple Watch Ultra। তবে একটি শর্ত রয়েছে, যা মেনে চললে ফুল রিফান্ড পাওয়া যাবে। এর জন্য আপনাকে প্রতিদিন ১৫,০০০ স্টেপ হাঁটতে হবে। HDFC Ergo এবং Zopper এই দুই সংস্থা যৌথ উদ্যোগে অফারটি এনেছে।

একটি অভিনব ফিটনেস প্রোগ্রাম লঞ্চ করা হয়েছে, যার নাম ‘India Gets Moving’। এই প্রোগ্রামের বিজয়ীকে সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপলের স্মার্টওয়াচ পুরস্কার হিসাবে দেওয়া হবে। তবে প্রোগ্রামে অংশগ্রহণ করার আগে কয়েকটি বিষয় রয়েছে যা আপনাকে জেনে রাখতে হবে।

কারা কারা যোগ্য?

অ্যাপল সার্টিফায়েড স্টোর এবং নির্বাচিত অফলাইন স্টোরগুলি থেকে স্মার্টওয়াচ কিনলে, তবেই ফুল রিফান্ডের জন্য যোগ্য হবেন। কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট বা অ্যামাজন, ফ্লিপকার্ট, ই-কমার্স সাইট থেকে কিনলে তা যোগ্য হিসাবে ধরা হবে না, অর্থাৎ রিফান্ড পাবেন না।

উল্লেখিত স্টোরে গিয়ে কেনার সময় আপনার নাম Zopper Wellness প্রোগ্রামে অন্তর্ভুক্ত করাতে হবে। এই রেজিস্ট্রেশন খরচ সম্পূর্ণ বিনামূল্য। সাইনআপ করার পর অটোমেটিক HDFC Ergo ইন্সুরেন্স প্রোগ্রামের মেম্বার হয়ে যাবেন। তারপর HDFC Ergo অ্যাপ ডাইনলোড করে Apple Healthkit ডেটার সঙ্গে লিঙ্ক করতে হবে।

এই শর্ত মানলে তবেই চ্যাম্পিয়ন

১৫ হাজার স্টেপ হাঁটলে ৪ পয়েন্ট

প্রতিদিন ১২,০০১ থেকে ১৫,০০০ স্টেপ হাঁটলে ৩ পয়েন্ট

প্রতিদিন ১০,০০১ থেকে ১২,০০০ স্টেপ হাঁটলে ২ পয়েন্ট

প্রতিদিন ৮,০০১ থেকে ১০,০০০ স্টেপ হাঁটলে ১ পয়েন্ট

রিফান্ড পলিসি

৩১-৫০ পয়েন্ট : ১০ শতাংশ রিফান্ড

৫১-৭০ পয়েন্ট : ৩০ শতাংশ রিফান্ড

৭১-৯০ পয়েন্ট : ৬০ শতাংশ রিফান্ড

৯১-১১০ পয়েন্ট : ৮০ শতাংশ রিফান্ড

১১০ এর বেশি : ১০০ শতাংশ রিফান্ড

Show Full Article
Next Story