সস্তা থেকে দামি, HAMMER Ultra Classic, Conquer এবং Polar স্মার্টওয়াচ ভারতে লঞ্চ হল

HAMMER ভারতে লঞ্চ করল তাদের নতুন স্মার্টওয়াচ - Ultra Classic, Conquer এবং Polar। নয়া ঘড়িগুলিতে থাকছে একাধিক হেলথ ফিচার...
techgup 30 Oct 2023 12:24 PM IST

HAMMER ভারতে লঞ্চ করল তাদের নতুন স্মার্টওয়াচ - Ultra Classic, Conquer এবং Polar। নয়া ঘড়িগুলিতে থাকছে একাধিক হেলথ ফিচার এবং স্পোর্টস মোডের সুবিধা। আবার HAMMER’s Hry Fine অ্যাপের মাধ্যমে সিমলেসভাবে ঘড়িগুলি নিয়ন্ত্রণ করা যাবে। চলুন দেখে নেওয়া যাক নতুন HAMMER Ultra Classic, Conquer এবং Polar স্মার্টওয়াচগুলির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

HAMMER Ultra Classic, Conquer এবং Polar- এর দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে HAMMER Conquer, Polar এবং Ultra Classic স্মার্টওয়াচগুলির দাম থাকছে যথাক্রমে ২,৯৯৯ টাকা, ১,২৯৯ টাকা এবং ১,৩৯৯ টাকা। সংস্থার নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি ই-কমার্স সাইট অ্যামাজন, মিন্ত্রা, ফ্লিপকার্ট, রিলায়েন্স ডিজিটাল, নাইকা, টাটা ক্লিক থেকে কিনতে পাওয়া যাবে স্মার্টওয়াচগুলি।

HAMMER Ultra Classic, Conquer এবং Polar- এর স্পেসিফিকেশন ও ফিচার

প্রথমেই আমরা আলোচনা করব HAMMER Conquer স্মার্টওয়াচ প্রসঙ্গে। এটি ২.০২ ইঞ্চি অ্যামোলেড স্ক্রিনের সাথে এসেছে এবং ব্লুটুথ ৫.২ কানেক্টিভিটি সাপোর্ট করবে। তাছাড়া এতে রয়েছে হার্ট রেট ট্র্যাকার। তাই ফিটনেস প্রেমীদের জন্য এটি উপযুক্ত বলে মনে করা হচ্ছে।

পাশাপাশি HAMMER স্মার্টওয়াচটি ২.০১ ইঞ্চি আইপিএস ডিসপ্লের সাথে এসেছে ও ব্লুটুথ ৫.০ সাপোর্ট করবে। আবার হেলথ মনিটরিং ফিচার হিসেবে এতে রয়েছে স্লিপ ট্র্যাকার, হার্ট রেট মনিটর।

অন্যদিকে, HAMMER Ultra Classic স্মার্টওয়াচে ২.০১ ইঞ্চি অলওয়েজ অন ডিসপ্লে ও উন্নতমানের ব্লুটুথ ৫.৩ টেকনোলজি উপলব্ধ। এতে রয়েছে একাধিক স্পোর্টস মোড। তাই স্পোর্টস প্রেমীদের তালিকায় এই স্মার্টওয়াচটি থাকতেই পারে।

তবে উপরোক্ত তিনটি স্মার্টওয়াচেই আছে, ভয়েস অ্যাসিস্ট্যান্ট, মিউজিক কন্ট্রোল, কাস্টমাইজ ওয়াচফেস এবং বিল্ট-ইন গেমের সুবিধা। আবার HAMMER’s Hry Fine অ্যাপের মাধ্যমে ঘড়িটিগুলিকে নিয়ন্ত্রণ করা যাবে। তদুপরি জল ও ধুলো থেকে সুরক্ষা দেওয়ার জন্য ওয়্যারেবলগুলিতে দেওয়া হয়েছে IP67 রেটিং।

Show Full Article
Next Story