Huawei Watch Fit 2: অ্যামোলেড ডিসপ্লের সাথে বাজারে এল নতুন স্মার্টওয়াচ, রাখবে স্বাস্থ্যের খেয়াল

হুয়াওয়ে ওয়াচ ফিট ২ এর দাম ৯,৯৯৮ টাকা রাখা হয়েছে। এটি ভারতে অ্যামাজন থেকে মিডনাইট ব্ল্যাক অ্যাক্টিভ এডিশন অপশনে পাওয়া যাবে।

huawei watch fit 2 smartwatch lwith amoled display launched in india price features

আপনি যদি বড় অ্যামোলেড ডিসপ্লে সহ একটি স্মার্টওয়াচ ফিটব্যান্ড কিনতে চান, তবে Huawei Watch Fit 2 আপনার জন্য সেরা বিকল্প হতে পারে। সংস্থাটি 2022 সালের মে মাসে ইউরোপে এটি লঞ্চ করেছিল। এবার এই স্মার্টওয়াচ ভারতেও পাওয়া যাচ্ছে। ফিচারের কথা বললে এই ওয়াচে রয়েছে অলওয়েজ-অন-ডিসপ্লে (এওডি) সাপোর্টসহ ১.৭৪ ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন, ইন্টারচেঞ্জেবল স্ট্র্যাপসহ সিঙ্গেল প্রেস-টু-রিলিজ ‘লিংক’ ডিজাইন এবং স্বাভাবিক ব্যবহারে ১০ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ। এই স্মার্ট ঘড়িটি ব্লুটুথ কলিং, মিউজিক প্লেব্যাক সাপোর্ট এবং বেশ কয়েকটি হেলথ-ট্র্যাকিং সেন্সর সহ এসেছে।

Huawei Watch Fit 2 এর দাম

হুয়াওয়ে ওয়াচ ফিট ২ এর দাম ৯,৯৯৮ টাকা রাখা হয়েছে। এটি ভারতে অ্যামাজন থেকে মিডনাইট ব্ল্যাক অ্যাক্টিভ এডিশন অপশনে পাওয়া যাবে। যদিও হুয়াওয়ে ওয়াচ ফিট ২ স্মার্টওয়াচের গ্লোবাল ভ্যারিয়েন্টটি অ্যাকটিভ এডিশন, ক্লাসিক এডিশন এবং এলিগ্যান্ট এডিশন, এই তিনটি এডিশনে পাওয়া যাবে।

Huawei Watch Fit 2 এর বিশেষত্ব

হুয়াওয়ে ওয়াচ ফিট ২-এ আছে ১৩৬ x ৪৮০ পিক্সেল রেজোলিউশন এবং ৩৩৬ পিপিআই পিক্সেল ডেনসিটি সহ ১.৭৪ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। এতে বেশ কয়েকটি ক্লাউড-ভিত্তিক ওয়াচ ফেসের সাপোর্ট করবে, যা আপনি নিজের পছন্দ অনুসারে ওয়াচ ফেস স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। এটি একটি আয়তক্ষেত্রাকার ডায়ালের সাথে এসেছে।

হুয়াওয়ের ওয়াচ ফিট ২ স্মার্টওয়াচটি অপটিক্যাল হার্ট রেট সেন্সর, ব্লাড অক্সিজেন (এসপিও২) লেভেল মনিটরের পাশাপাশি ঘুম ও স্ট্রেসের মাত্রা পর্যবেক্ষণ করতে পারে। এই সেন্সরগুলির ডেটা হুয়াওয়ে হেলথ অ্যাপের মাধ্যমে পর্যবেক্ষণ করা যেতে পারে। ফিটনেস প্রেমীদের জন্য, ঘড়িটি সাতটি প্রিসেট ওয়ার্কআউট মোড অফার করে।

কানেক্টিভিটির জন্য এই স্মার্টওয়াচে ব্লুটুথ ৫.২ পাওয়া যাবে এবং জল প্রতিরোধের জন্য এটি 5ATM রেটিং প্রাপ্ত। হুয়াওয়ে ওয়াচ ফিট ২ স্মার্টওয়াচটি সাধারণ ব্যবহারে ১০ দিন এবং অতিরিক্ত ব্যবহারে সাত দিন পর্যন্ত চলতে পারে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন