- Home
- »
- স্মার্টওয়াচ »
- কম খরচে স্টাইলিশ স্মার্টওয়াচ, Itel Icon...
কম খরচে স্টাইলিশ স্মার্টওয়াচ, Itel Icon ব্লুটুথ কলিং ফিচার সহ লঞ্চ হল
Itel এবার ভারতীয় বাজারে লঞ্চ করল তাদের নতুন স্মার্টওয়াচ, যার নাম Itel Icon। এতে রয়েছে ১.৩৮ ইঞ্চি ডিসপ্লের সাথে...Itel এবার ভারতীয় বাজারে লঞ্চ করল তাদের নতুন স্মার্টওয়াচ, যার নাম Itel Icon। এতে রয়েছে ১.৩৮ ইঞ্চি ডিসপ্লের সাথে ব্লুটুথ কলিংয়ের সুবিধা। তাছাড়া ক্রেতারা এতে একাধিক হেলথ ফিচার ও স্পোর্টস মোড ব্যবহারের সুবিধা পাবেন। চলুন দেখে নেওয়া যাক নতুন Itel Icon স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।
Itel Icon-এর দাম ও লভ্যতা
ভারতীয় বাজারে Itel Icon স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে ১,৫৯৯ টাকা।
Itel Icon-এর স্পেসিফিকেশন ও ফিচার
নবাগত Itel Icon-এর স্মার্টওয়াচটি ১.৩৮ ইঞ্চি আইপিএস ডিসপ্লের সাথে এসেছে, যার রেজোলিউশন ২৪০x২৪০ পিক্সেল এবং এটি ৫৫০ নিট সর্বোচ্চ উজ্জ্বলতা প্রদান করবে। এতে রয়েছে ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি।
অন্যদিকে, হেলথ ফিচার হিসেবে ঘড়িটিতে হার্ট রেট মনিটর, স্লিপ প্যাটার্ন ট্র্যাকার উপলব্ধ। সেই সঙ্গে ঘড়িটিতে একাধিক স্পোর্টস মোড সাপোর্ট করবে। আবার এই ঘড়িটিতে পাওয়া যাবে ব্লুটুথ কলিং পরিষেবা। এছাড়া এতে রয়েছে একশটিরও বেশি ওয়াচফেস।
এই ওয়্যারেবলটির মাধ্যমে স্মার্টফোনের মিউজিক এবং ক্যামেরা কন্ট্রোল করা যাবে। তদুপরি ঘড়িটি ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট সহ এসেছে। তাই এক কথায় বলতে গেলে, যে সমস্ত ক্রেতারা প্র্যাকটিক্যাল এবং স্টাইলিশ ওয়্যারেবল ডিভাইস পছন্দ করেন তাদের জন্য উপযুক্ত এই ঘড়িটি।
এবার আসা যাক ঘড়িটির ব্যাটারি প্রসঙ্গে। পাওয়ার ব্যাকআপের জন্য Itel Icon স্মার্টওয়াচে দেওয়া হয়েছে ২৫০ এমএএইচ ব্যাটারি, যা একবার চার্জে ১২ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই মোডে সক্রিয় থাকবে। সর্বোপরি জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য এতে দেওয়া হয়েছে IP68 রেটিং।