ব্লুটুথ কলিং সহ লঞ্চ হল itel এর দুর্দান্ত স্মার্টওয়াচ, দাম 1700 টাকার কম, পাবেন 12 দিনের ব্যাটারি লাইফ

ভারতে পা রাখলো Itel এর নতুন স্মার্ট ঘড়ি Itel Smartwatch 2ES। এটি গত বছরের জুন মাসে লঞ্চ হওয়া Itel Smartwatch 1ES -এর...
techgup 22 April 2023 12:49 PM IST

ভারতে পা রাখলো Itel এর নতুন স্মার্ট ঘড়ি Itel Smartwatch 2ES। এটি গত বছরের জুন মাসে লঞ্চ হওয়া Itel Smartwatch 1ES -এর উত্তরসূরী হিসেবে এসেছে। আর ব্লুটুথ কলিংযুক্ত এই স্মার্টওয়াচে থাকছে এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট, একাধিক স্পোর্টস মোড ও হেলথ ফিচার। চলুন দেখে নেওয়া যাক Itel Smartwatch 2ES- এর দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Itel Smartwatch 2ES-এর দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে Itel Smartwatch 2ES স্মার্টওয়াচের দাম রাখা হয়েছে ১,৬৯৯ টাকা। ব্লু, রেড, গ্রীন এবং ওয়াটার গ্রীন, এই চারটি কালার অপশনে পাওয়া যাবে স্মার্টওয়াচটি। প্রসঙ্গত উল্লেখ্য, সংস্থার নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি বিভিন্ন রিটেল স্টোর থেকে আগ্রহী ক্রেতারা কিনতে পারবেন ঘড়িটি।

Itel Smartwatch 2ES-এর স্পেসিফিকেশন ও ফিচার

Itel Smartwatch 2ES অ্যাপেল ওয়াচের মতো ডান ধারে একটি রোটেটিং ক্রাউন সহ এসেছে এবং ঘড়িটিতে দেওয়া হয়েছে ১.৮ ইঞ্চি ডিসপ্লে, যার রেজোলিউশন ২৪০x২৮৬ পিক্সেল। আর ডিসপ্লেটি ৫০০ নিট সর্বোচ্চ উজ্জ্বলতা অফার করবে। সেই সঙ্গে এর স্ক্রিন-টু-বডি রেশিও ৯০ শতাংশ।

ফিটনেস ফিচার প্রসঙ্গে বলতে গেলে আইটেলের স্মার্টওয়াচটিতে রয়েছে হার্ট রেট মনিটর, SpO2 সেন্সর, স্লিপ ট্র্যাকার ইত্যাদি। উপরন্তু ঘড়িটিতে ৫০টি স্পোর্টস মোড সাপোর্ট করবে।

শুধু তাই নয়, নতুন স্মার্টওয়াচে দেওয়া হয়েছে ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি এবং ঘড়ি থেকে সরাসরি ফোন কল করার সুবিধা। এর জন্য ওয়্যারেবলটিতে স্পিকার ও মাইক্রোফোন উপলব্ধ। পাশাপাশি থাকছে, ডায়াল প্যাড অ্যাক্সেস, রিসেন্ট কল লগ এবং ফেভারিট কন্টাক্ট মজুত রাখার সুবিধা। এখানেই শেষ নয়! ঘড়িটি এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট সহ এসেছে। তদুপরি নতুন এই স্মার্টওয়াচের অন্যান্য উল্লেখযোগ্য ফিচারগুলি হল ওয়েদার ডিটেলস, ক্যামেরা ও মিউজিক কন্ট্রোল, নোটিফিকেশন ইত্যাদি।

এবার আসা যাক Itel Smartwatch 2ES- এর ব্যাটারি প্রসঙ্গে। পাওয়ার ব্যাকআপের জন্য ডিভাইসটিতে ব্যবহৃত হয়েছে ২৪০ এমএএইচ ব্যাটারি, যা একবার চার্জে ১২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করবে।

Show Full Article
Next Story