Lenovo Watch Launched

স্টাইলিস ডিজাইন সহ লেনোভো ওয়াচ লঞ্চ হল, একাধিক স্পোর্টস মোডের সঙ্গে রয়েছে দীর্ঘ ব্যাটারি লাইফ

Lenovo Watch Price - লেনোভো ওয়াচ এর দাম ৪৮৯ ইউয়ান রাখা হয়েছে, যা ভারতীয় মূল্যে প্রায় ৫,৭০০ টাকার সমান। তবে অফারে এটি ১০০ ইউয়ান অর্থাৎ প্রায় ১,১০০ টাকা কমে পাওয়া যাবে।

Puja Mondal 27 Oct 2024 9:32 PM IST

লেনোভো আজ চীনে তাদের নতুন স্মার্টওয়াচ লেনোভো ওয়াচ (Lenovo Watch) লঞ্চ করল। এর দাম রাখা হয়েছে ৬,০০০ টাকার কম এবং এটি এখন প্রি-অর্ডারের জন্য উপলব্ধ। ফিচারের কথা বললে লেনোভো ওয়াচে ব্লুটুথ কলিং, ডিজিটাল পেমেন্ট, হেলথ মনিটারিং সেন্সর উপস্থিত। এটি ১২ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে। চলুন লেনোভো ওয়াচ স্মার্টওয়াচের দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

লেনোভো ওয়াচ দাম ও উপলব্ধতা | Lenovo Watch Price & Availability

লেনোভো ওয়াচ এর দাম ৪৮৯ ইউয়ান রাখা হয়েছে, যা ভারতীয় মূল্যে প্রায় ৫,৭০০ টাকার সমান। তবে অফারে এটি ১০০ ইউয়ান অর্থাৎ প্রায় ১,১০০ টাকা কমে পাওয়া যাবে। স্মার্টওয়াচটি স্টর্ম গ্রে ও ডিপ স্পেস ব্ল্যাক কালারে এসেছে। আপাতত এটি জেডি ডট কম থেকে প্রি-অর্ডার করা যাচ্ছে।

লেনোভো ওয়াচ স্পেসিফিকেশন ও ফিচার

লেনোভোর এই স্মার্টওয়াচে আছে ১.৪৩ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যা ৪৬৬ x ৪৬৬ পিক্সেল রেজোলিউশন ও ৩২৬ পিটিআই পিক্সেল ডেন্সিটি সাপোর্ট করবে। এই ডিসপ্লে অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট সহ এসেছে। আবার এই ওয়াচে ব্লুটুথ ৫.৩ সাপোর্ট করবে, যা দুর্দান্ত কানেক্টিভিটি দেবে। ব্যবহারকারীরা এই স্মার্ট ঘড়ির মাধ্যমে কল ধরতে পারবেন এবং কল হিস্ট্রি দেখতে পারবেন। আবার এতে দেওয়া হয়েছে হাই ডেফিনেশন স্পিকার।

লেনোভো ওয়াচ জল ও ধুলো প্রতিরোধের জন্য আইপি৬৮ রেটিং সহ এসেছে। এতে ৭০টি স্পোর্টস মোড রয়েছে, যার মধ্যে আছে রানিং, সাইকেলিং, সুইমিং ও যোগা। এছাড়া পাওয়া যাবে ২৪/৭ হার্ট রেট মনিটারিং, ব্লাড অ্যাক্সিজেন মনিটারিং, স্লিপ মনিটারিং ফিচার। আর এতে উইচ্যাট ও আলিপে এর মাধ্যমে ডুয়েল পেমেন্ট সাপোর্ট করবে। স্মার্টওয়াচটি ব্লুটুথ কলিং অন থাকলে ৮ দিন এবং ব্লুটুথ কলিং বন্ধ থাকলে ১২ পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে বলে লেনোভো দাবি করেছে।

Show Full Article
Next Story