- Home
- »
- স্মার্টওয়াচ »
- মেটালিক ডিজাইন সহ বাজারে এন্ট্রি Maxima...
মেটালিক ডিজাইন সহ বাজারে এন্ট্রি Maxima Max Pro Hunt স্মার্টওয়াচের, পাবেন অ্যামোলেড ডিসপ্লে
ভারতীয় বাজারে লঞ্চ হলো Maxima -র নতুন Max Pro Hunt স্মার্টওয়াচ। সুপার অ্যামোলেড ডিসপ্লে যুক্ত নতুন এই ঘড়িটি অলওয়েজ...ভারতীয় বাজারে লঞ্চ হলো Maxima -র নতুন Max Pro Hunt স্মার্টওয়াচ। সুপার অ্যামোলেড ডিসপ্লে যুক্ত নতুন এই ঘড়িটি অলওয়েজ অন ডিসপ্লে ফিচার সাপোর্ট করবে। আবার এতে দেওয়া হয়েছে মেটালিক ডিজাইন। চলুন দেখে নেওয়া যাক নতুন Max Pro Hunt স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।
Maxima Max Pro Hunt-এর দাম ও লভ্যতা
ভারতীয় বাজারে Maxima Max Pro Hunt স্মার্টওয়াচটির সিলিকন স্ট্র্যাপযুক্ত মডেলের দাম ধার্য করা হয়েছে ২,৫৯৯ টাকা এবং চেইন ট্র্যাপযুক্ত মডেলটি পাওয়া যাবে ২,৯৯৯ টাকায়। সংস্থার নিজস্ব ওয়েবসাইট এবং অনলাইন ও অফলাইন রিটেল স্টোর থেকে কিনতে পাওয়া যাচ্ছে ঘড়িটি।
Maxima Max Pro Hunt-এর স্পেসিফিকেশন ও ফিচার
নবাগত Maxima Max Pro Hunt স্মার্টওয়াচটি ১.৭৮ ইঞ্চি সুপার অ্যামোলেড অলওয়েজ অন ডিসপ্লে সহ এসেছে, যা ১০০০ নিট সর্বোচ্চ উজ্জ্বলতা প্রদান করতে সক্ষম এবং এর রেজোলিউশন ৩৬৪x৪৪৮ পিক্সেল। এছাড়া ঘড়িটিতে দেওয়া হয়েছে মেটালিক ডিজাইন। অন্যদিকে, নতুন ঘড়িতে থাকছে ব্লুটুথ ৫.২ এবং উন্নতমানের জেএল৭০১৩এ চিপসেট। শুধু তাই নয়, এতে ব্লুটুথ কলিং ফিচার সাপোর্ট করবে। তাই হাতের ঘড়ি থেকেই ব্যবহারকারী সরাসরি ফোন কল ধরতে এবং করতে পারবেন।
এখানেই শেষ নয়, Maxima Maxima স্মার্টওয়াচে আছে একাধিক ক্লাউড বেস ওয়াচফেস। এর মধ্যে থেকে ব্যবহারকারী নিজের পছন্দমত ওয়াচফেস পরিবর্তন করে নিতে পারবেন। আবার হেলথ ফিচার হিসাবে ওয়্যারেবলটিতে রয়েছে হার্ট রেট মনিটর, স্লিপ মনিটর, SpO2 ট্র্যাকার, ফিমেল হেলথ ট্র্যাকার ইত্যাদি। সেই সঙ্গে এতে পাওয়া যাবে ১০০টিরও বেশি স্পোর্টস মোডের সুবিধা।
উপরন্তু Maxima Maxima ঘড়িটি গুগল এবং সিরি ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট সহ এসেছে। এমনকি এতে ইনবিল্ট গেম উপলব্ধ। তাছাড়া সংস্থার নিজস্ব ম্যাক্সিমা স্মার্টফিট (Maxima SmartFit) অ্যাপের মাধ্যমে ঘড়িটিকে নিয়ন্ত্রণ করা সম্ভব। সর্বোপরি জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য ঘড়িটিতে দেওয়া হয়েছে IP67 রেটিং।