- Home
- »
- স্মার্টওয়াচ »
- সস্তায় বড় ডিসপ্লে সহ দীর্ঘ ব্যাটারি...
সস্তায় বড় ডিসপ্লে সহ দীর্ঘ ব্যাটারি লাইফ, Maxima Max Pro Knight+ স্মার্টওয়াচ ভারতে লঞ্চ হল
ভারতে লঞ্চ হল Maxima ব্র্যান্ডের নতুন একটি স্মার্টওয়াচ, যার নাম Max Pro Knight+। প্রসঙ্গত উল্লেখ্য, সংস্থাটি চলতি মাসের...ভারতে লঞ্চ হল Maxima ব্র্যান্ডের নতুন একটি স্মার্টওয়াচ, যার নাম Max Pro Knight+। প্রসঙ্গত উল্লেখ্য, সংস্থাটি চলতি মাসের প্রথম দিকে বাজারে এনেছে Max Pro Nitro স্মার্টওয়াচ। নতুন এই স্মার্ট ঘড়িতে রয়েছে ব্লুটুথ কলিং ফিচারের সাথে একাধিক স্পোর্টস মোড এবং হেলথ মনিটরিং সেন্সর। তাছাড়া একবার চার্জে ঘড়িটি একটানা ১০ দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে পারবে। চলুন দেখে নেওয়া যাক নতুন Maxima Max Pro Knight+ স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।
Maxima Max Pro Knight+ -এর দাম ও লভ্যতা
ভারতীয় বাজারে Maxima Max Pro Knight+ স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে ১,৯৯৯ টাকা। এটি স্পেস ব্ল্যাক, রোজ গোল্ড, ব্ল্যাক বারগেন্ডি এবং রোজ গোল্ডেন কালার অপশনে এসেছে।
Maxima Max Pro Knight+ স্মার্টওয়াচের স্পেসিফিকেশন ও ফিচার
নবাগত Max Pro Knight+ স্মার্টওয়াচ ১.৩৯ ইঞ্চি এইচডি ডিসপ্লের সাথে এসেছে, যা সর্বোচ্চ ৬০০ নিট উজ্জ্বলতা অফার করবে। আর এর গোলাকৃতির স্ক্রিনের চারপাশে থাকছে মেটালিক বডি ও একটি ডিজিটাল ক্রাউন। আবার নতুন এই ওয়্যারেবল রিয়েলটেক চিপসেট দ্বারা চালিত যা, ব্লুটুথ কলিং ফিচার সাপোর্ট করবে। এর জন্য এতে রয়েছে বিল্ট-ইন স্পিকার এবং মাইক। এমনকি ডিভাইসটি এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট সহ এসেছে। শুধু তাই নয়, এতে থাকবে ১০০টিরও বেশি ওয়ার্ক আউট মোড।
অন্যদিকে, হেলথ ফিচার হিসেবে ঘড়িটিতে SpO2 মনিটর, হার্ট রেট ট্র্যাকার, মেন্সট্রুয়াল সাইকেল ট্র্যাকার এবং স্লিপ মনিটর উপলব্ধ। এছাড়া উক্ত ঘড়িটির অন্যান্য আকর্ষণীয় ফিচারগুলি হল নোটিফিকেশন, ওয়াটার অ্যালার্ট, অ্যালার্ম, স্টপওয়াচ ইত্যাদি।
এখানেই শেষ নয়, এটি Maxima SmartFit অ্যাপ সাপোর্ট করবে। তাছাড়া এতে পাওয়া যাবে ব্লুটুথ ৫.০ কানেক্টিভিটি। এবার আসা যাক Maxima Max Pro Knight+ স্মার্টওয়াচের ব্যাটারি প্রসঙ্গে। সংস্থার মতে, একবার চার্জে ব্লুটুথ কলিং ফিচার সহ ঘড়িটি ৫ দিন এবং ব্লুটুথ কলিং ফিচার বন্ধ থাকলে ১০ দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। সর্বোপরি জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য এতে দেওয়া হয়েছে IP67 রেটিং।