এবার কব্জিতে বাঁধা ঘড়ি দিয়েই হবে ফটোগ্রাফি, ডুয়াল ক্যামেরা বিশিষ্ট Smartwatch আনছে Meta

Facebook-এর মালিক সংস্থা Meta বাজারে স্মার্টওয়াচ আনতে চাইছে, এমন গুঞ্জন বহুদিন ধরেই শোনা যাচ্ছে। কিন্তু গত বছর সংস্থাটি উইয়ারেবল প্রোডাক্টটির কাজ থামিয়ে দেওয়ার পর বিষয়টি…

Facebook-এর মালিক সংস্থা Meta বাজারে স্মার্টওয়াচ আনতে চাইছে, এমন গুঞ্জন বহুদিন ধরেই শোনা যাচ্ছে। কিন্তু গত বছর সংস্থাটি উইয়ারেবল প্রোডাক্টটির কাজ থামিয়ে দেওয়ার পর বিষয়টি আড়ালেই চলে যায়। তবে এখন হঠাৎ যে খবর সামনে এসেছে, তা দেখে মনে হচ্ছে Meta-র স্মার্টওয়াচের আশা এখনও খতম্ হয়ে যায়নি। হ্যাঁ ঠিকই বলছি। সম্প্রতি নেটমাধ্যমে এই বিশেষ হাতঘড়ি সম্পর্কিত কিছু তথ্য ফাঁস হয়েছে; জনপ্রিয় এক টিপস্টার কিছু ছবি এবং সম্ভাব্য স্পেসিফিকেশনের তথ্য শেয়ার করে দাবি করেছেন যে, Meta তার চর্চিত স্মার্টওয়াচের একটি নতুন সংস্করণের উপর কাজ করছে। সেক্ষেত্রে এই স্মার্টওয়াচটি Android সফ্টওয়্যারের সাহায্য চলবে এবং সবচেয়ে বড় ব্যাপার হল যে এটি দিয়েই ফটোগ্রাফি করা যাবে বলে দাবি উঠেছে।

অনলাইনে ফাঁস Meta Smartwatch-এর রেন্ডার ও ফিচার

হালফিলে কুবা ওয়জসিচোস্কি (Kuba Wojciechowski) টুইটারে নতুন মেটা স্মার্টওয়াচের ছবি এবং তথ্য শেয়ার করেছেন। এই ছবিগুলিতে ২০২১ সালের অক্টোবরে ফাঁস হওয়া হাতঘড়িটির নতুন চেহারা দেখা গেছে। এক্ষেত্রে টিপস্টার কুবা দাবি করেছেন যে স্মার্টওয়াচটির পিছনের কিছু সেন্সর অ্যারে পরিবর্তিত হয়েছে, এছাড়া পার্থক্য দেখা গেছে কিছু কস্টিউমেরও। এদিকে আসন্ন উইয়ারেবলটিতে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ডিটাচেবল ফ্রেম ডিজাইন থাকবে বলে রেন্ডার দেখে অনুমান করা হচ্ছে। শুধু তাই নয়, ছবি অনুযায়ী মেটা স্মার্টওয়াচের ডিসপ্লেতে সম্ভবত একটি ওয়াটার ড্রপ নচ থাকবে যাতে ফ্রন্ট ক্যামেরা সম্বলিত হবে। উপরন্তু ঘড়িটিতে একটি সাইড মাইন্টেড বাটনও দৃশ্যমান।

স্মার্টওয়াচ চলবে Android-এ

বলা হচ্ছে, আসন্ন মেটা স্মার্টওয়াচটি কোয়ালকম চিপসেট চালিত অ্যান্ড্রয়েড কাস্টম সফ্টওয়্যার বহন করতে পারে। অর্থাৎ এতে গুগল (Google)-এর উইয়ারওএস (WearOS) দেখা যাবেনা। সেক্ষেত্রে এই গুঞ্জন এবং যাবতীয় ফাঁস হওয়া তথ্য সত্যি হবে কিনা, তা বলবে সময়ই। কারণ এখনও পর্যন্ত মেটার তরফে এই বিষয়ে কোনো কথা বলা হয়নি।

প্রসঙ্গত উল্লেখ্য, এই মুহূর্তে বাজারে অ্যাপল ওয়াচ (Apple Watch) সহ বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টওয়াচ উপলব্ধ থাকলেও তাতে ক্যামেরা বা ফটোগ্রাফির সুবিধা নেই। সেক্ষেত্রে মেটার হাতঘড়িটি গ্রাহকদের ব্যাপক দৃষ্টি আকর্ষণ করতে পারে। আর যদি প্রোডাক্টটি এই বছর লঞ্চ হয়, তাহলে এটি অ্যাপল এবং স্যামসাং (Samsung) ব্র্যান্ডের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।