বর্গাকার ডিসপ্লের সাথে দুর্দান্ত ফিচারের স্মার্টওয়াচ আনল দেশীয় সংস্থা Mivi, দাম মাত্র ১,২৯৯ টাকা

অডিও ডিভাইসের সীমানা টোপকে এবার ভারতীয় স্মার্টওয়াচের বাজারে পা রাখল দেশীয় সংস্থা Mivi। সংস্থার প্রথম স্মার্টওয়াচ হিসেবে এল Mivi Model E। নতুন ওয়্যারেবলে সমস্ত প্রয়োজনীয়…

অডিও ডিভাইসের সীমানা টোপকে এবার ভারতীয় স্মার্টওয়াচের বাজারে পা রাখল দেশীয় সংস্থা Mivi। সংস্থার প্রথম স্মার্টওয়াচ হিসেবে এল Mivi Model E। নতুন ওয়্যারেবলে সমস্ত প্রয়োজনীয় ফিচার রয়েছে। তবে দাম রাখা হয়েছে বাজেটের মধ্যে। তাই বাজার চলতি অন্যান্য নামিদামি কোম্পানির স্মার্টওয়াচের সঙ্গে পাল্লা দিতে তৈরি অডিও ডিভাইস প্রস্তুতকারী সংস্থা মিভির নতুন স্মার্টওয়াচটি। এতে রয়েছে একাধিক হেলথ ফিচার এবং স্পোর্টস মোড। আবার ঘড়িটিতে ব্লুটুথ কলিং ফিচার সাপোর্ট না করলেও স্মার্টফোনে আসা ইনকামিং কলের নোটিফিকেশন জানা যাবে। সংস্থাটি দাবী করেছে, একবার চার্জে এর ব্যাটারি সাত দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। চলুন দেখে নেওয়া যাক নতুন Mivi Model E স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Mivi Model E স্মার্টওয়াচের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে মিভি মডেল ই স্মার্টওয়াচটির দাম ধার্য করা হয়েছে ২,৯৯৯ টাকা। তবে শুরুতে এটি ১,২৯৯ টাকায় পাওয়া যাবে। আগামী ১ ডিসেম্বর থেকে এটি পাওয়া যাবে। সংস্থার নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে আগ্রহী ক্রেতারা ব্ল্যাক, ব্লু, গ্রিন, পিঙ্ক এবং রেড কালার অপশনে কিনতে পারবেন নতুন এই ঘড়িটি।

Mivi Model E স্মার্টওয়াচের স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত মিভি মডেল ই স্মার্টওয়াচটি ১.৬৯ ইঞ্চি বর্গক্ষেত্রাকার ডিসপ্লের সাথে এসেছে, যার রেজোলিউশন ২৪০x২৮০ পিক্সেল ও সর্বোচ্চ উজ্জ্বলতা ৫০০ নিট। এই ঘড়িটিতে ৫০টি কাস্টমাইজেবল ওয়াচফেস সাপোর্ট করবে। শুধু তাই নয়, এর ডিসপ্লের ডান ধারে একটি ফিজিক্যাল বাটন উপস্থিত। সেই সঙ্গে ঘড়িটিতে দেওয়া হয়েছে মেটালিক ফিনিসের প্রিমিয়াম স্ট্র্যাপ।

অন্যদিকে, নতুন ঘড়িটির হেলথ ফিচারগুলি হল হার্ট রেট মনিটর, SpO2 সেন্সর, স্লিপ ট্র্যাকার, স্টেপ কাউন্টার, ওম্যান ম্যাজুয়াল মেস্ট্রুয়াল সাইকেল ট্রাকার ইত্যাদি। তাছাড়া ঘড়িটি ১২০টি স্পোর্টস মোড অফার করবে।

আবার ১০ মিটার রেঞ্জ পর্যন্ত সিমলেস কানেকশনের জন্য Mivi Model E স্মার্টওয়াচে ব্লুটুথ ৫.১ সাপোর্ট করবে। সংস্থাটি দাবি করেছে, একবার চার্জে সাধারণ ব্যবহারে এটি ৭ দিন পর্যন্ত এবং স্ট্যান্ডবাই মোডে ২০ দিন পর্যন্ত সক্রিয় থাকবে। তদুপুরি ঘড়িটির অন্যান্য ফিচারের মধ্যে উল্লেখযোগ্য ক্যামেরা এবং মিউজিক কন্ট্রোল, ওয়েদার আপডেট, মিউট /রিজেক্ট কল, ইনকামিং নোটিফিকেশন ইত্যাদি। সর্বোপরি জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য ঘড়িটি IP68 রেটিং সহ এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *