- Home
- »
- স্মার্টওয়াচ »
- মোটোরোলা লঞ্চ করল Moto Watch 120...
মোটোরোলা লঞ্চ করল Moto Watch 120 স্মার্টওয়াচ, হ্যান্ডস ফ্রি কলিংয়ের সাথে পাবেন 10 দিনের ব্যাটারি লাইফ
মোটোরোলা তাদের নতুন স্মার্টওয়াচ লঞ্চ করল। এই স্মার্ট ঘড়ির নাম মটোরোলার এই ঘড়ির নাম Moto Watch 120। স্মার্টওয়াচটি...মোটোরোলা তাদের নতুন স্মার্টওয়াচ লঞ্চ করল। এই স্মার্ট ঘড়ির নাম মটোরোলার এই ঘড়ির নাম Moto Watch 120। স্মার্টওয়াচটি হ্যান্ডস-ফ্রি কলিং এবং ১০ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করে। আর এই ঘড়িতে আপনি হেলথ এবং ফিটনেসের জন্য অনেক গুরুত্বপূর্ণ ফিচার পাবেন। এছাড়া মোটোর নতুন স্মার্টওয়াচে অটোমেটিক স্পোর্টস ডিটেকশন এবং জিপিএস স্পোর্টস ট্র্যাকিং ফিচার রয়েছে। আসুন Moto Watch 120 স্মার্টওয়াচের দাম ও ফিচার জেনে নেওয়া যাক।
Moto Watch 120 স্মার্টওয়াচের ফিচার ও দাম
মোটোর ওয়াচ ১২০ ঘড়িতে ১.৪৩ ইঞ্চি গোলাকার AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। স্মার্টওয়াচটি মেটাল (দস্তা খাদ) ফিনিশ সহ আসে। এটি ফ্যান্টম ব্ল্যাক, রোজ গোল্ড এবং গ্লেসিয়ার সিলভার, এই তিনটি রঙে লঞ্চ হয়েছে। এর পরিমাপ ৫০.৬ x ৪৪.৬ x ১১ মিমি। এই স্মার্টওয়াচে হার্ট রেট মনিটর সহ SpO2 সেন্সর উপস্থিত। আবার এতে ১০০টিরও বেশি স্পোর্টস মোড রয়েছে। এছাড়া এর মাধ্যমে অ্যাডভান্সড স্লিপ ট্র্যাকিং, স্ট্রেস ট্র্যাকিং ও স্মার্ট নোটিফিকেশন পাওয়া যাবে।
হ্যান্ডস-ফ্রি কলিং সমর্থন সহ Moto Watch 120 স্মার্টওয়াচে মিউজিক প্লেব্যাক নিয়ন্ত্রণ, ট্র্যাক স্কিপ এবং ভলিউম সেট করার বিকল্পও রয়েছে। এর ব্যাটারি ৩০০ এমএএইচ। সংস্থার দাবি, একবার চার্জ দিলে এই ব্যাটারি ১০ দিন পর্যন্ত চলবে। এতে কুইক চার্জিং ফিচারও সাপোর্ট করে।
এছাড়াও এই স্মার্টওয়াচে রয়েছে আইপি৬৮ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স। Moto Watch 120 ঘড়িতে একটি বিশেষ ফিচার রয়েছে, যেখানে আপনি সাইলেন্ট মোডে রিং করে আপনার হারিয়ে যাওয়া ফোনটি খুঁজে পেতে পারেন। এই ঘড়িটির দাম ১২৯.৯৯ ডলার (প্রায় ১১ হাজার টাকা)।