- Home
- »
- স্মার্টওয়াচ »
- বাজারে এন্ট্রি নিল অ্যাক্টিভ নয়েজ...
বাজারে এন্ট্রি নিল অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন যুক্ত নতুন ইয়ারবাড Noise Buds VS103 Pro
Noise আজ ভারতে লঞ্চ করল তাদের নতুন ইয়ারবাড Noise Buds VS103 Pro। অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন ফিচার সহ আসা নতুন এই...Noise আজ ভারতে লঞ্চ করল তাদের নতুন ইয়ারবাড Noise Buds VS103 Pro। অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন ফিচার সহ আসা নতুন এই ইয়ারফোনটিতে রয়েছে ব্লুটুথ ৫.২ কানেক্টিভিটি এবং ১০ এমএম ড্রাইভার। আর সংস্থাটি দাবি করেছে, একবার চার্জে এর ব্যাটারি ৪০ ঘন্টা পর্যন্ত একটানা প্লেটাইম অফার করতে পারবে। চলুন দেখে নেওয়া যাক নতুন Noise Buds VS103 Pro ইয়ারবাডের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।
Noise Buds VS103 Pro -এর দাম ও লভ্যতা
ভারতীয় বাজারে Noise Buds VS103 Pro ইয়ারবাডের দাম ধার্য করা হয়েছে ২,০৯৯ টাকা। এটি ই-কমার্স সাইট অ্যামাজন থেকে কিনতে পাওয়া যাচ্ছে।
Noise Buds VS103 Pro-এর স্পেসিফিকেশন ও ফিচার
নবাগত Noise Buds VS103 Pro ইয়ারবাড অ্যাক্টিভ নয়েজ টেকনোলজি সহ এসেছে, যা ২৫ ডেসিবেল পর্যন্ত অবাঞ্ছিত আওয়াজ এড়াতে সক্ষম। এছাড়া এতে ব্যবহৃত হয়েছে ১০ এমএম ড্রাইভার, যা উন্নতমানের সাউন্ড কোয়ালিটি অফার করবে।
অন্যদিকে, উন্নতমানের কলিং এক্সপেরিয়েন্স প্রদান করার জন্য এতে থাকছে এনভারমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন যুক্ত কোয়াড মাইক সেটআপ। এই ইয়ারফোনটিতে ব্লুটুথ ৫.২ কানেক্টিভিটি উপলব্ধ। আবার হেয়ারেবলটি হাইপারসিঙ্ক টেকনোলজি সহ আসায় এর চার্জিং কেসের ঢাকনা খোলার সাথে সাথে এটি নিকটবর্তী ডিভাইসের সঙ্গে যুক্ত হয়ে যাবে।
এবার আসা যাক Noise Buds VS103 Pro ইয়ারফোনের ব্যাটারি প্রসঙ্গে। সংস্থার মতে, একবার চার্জে এর ব্যাটারি ৪০ ঘন্টা পর্যন্ত প্লেব্যাকটাইম অফার করতে পারবে। আবার ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসায় মাত্র ১০ মিনিট চার্জে এটি ১৫০ মিনিট পর্যন্ত ব্যবহারযোগ্য। সর্বোপরি জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য এতে দেওয়া হয়েছে IPX5 রেটিং।