- Home
- »
- স্মার্টওয়াচ »
- ১৫০০ টাকার কমে ব্লুটুথ কলিং, Noise...
১৫০০ টাকার কমে ব্লুটুথ কলিং, Noise ColorFit Caliber Buzz স্মার্টওয়াচ বাজারে এল
ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করল দেশীয় সংস্থা Noise-এর নতুন একটি স্মার্টওয়াচ, যার নাম Noise ColorFit Caliber Buzz।...ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করল দেশীয় সংস্থা Noise-এর নতুন একটি স্মার্টওয়াচ, যার নাম Noise ColorFit Caliber Buzz। সাশ্রয়ী মূল্যের এই ঘড়িটিতে রয়েছে সাতদিনের ব্যাটারি লাইফের পাশাপাশি ব্লুটুথ কলিং ফিচার। চলুন দেখে নেওয়া যাক নতুন Noise ColorFit Caliber Buzz স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।
Noise ColorFit Caliber Buzz স্মার্টওয়াচের দাম ও লভ্যতা
ভারতীয় বাজারে নয়েজ কালারফিট ক্যালিবার বাজ স্মার্টওয়াচটির দাম ধার্য করা হয়েছে ১,৪৯৯ টাকা। জেট ব্ল্যাক, রোজ পিংক, মিডনাইট ব্লু এবং অলিভ গ্রিন, এই চারটি কালার অপশনের মধ্যে থেকে ক্রেতারা বেছে নিতে পারবেন তাদের পছন্দের স্মার্টওয়াচটি। তাছাড়া সংস্থার নিজস্ব ওয়েবসাইট এবং ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে কিনতে পাওয়া যাচ্ছে নতুন এই স্মার্টওয়াচ।
Noise ColorFit Caliber Buzz স্মার্টওয়াচের স্পেসিফিকেশন ও ফিচার
নবাগত নয়েজ কালারফিট ক্যালিবার বাজ স্মার্টওয়াচটি বর্গাকার ১.৬৯ ইঞ্চি ডিসপ্লের সাথে এসেছে, যা ৫৫০ নিট সর্বোচ্চ উজ্জ্বলতা এবং ২৪০x২৮০ পিক্সেল রেজোলিউশন অফার করবে। তাছাড়া ঘড়িটিতে ১০০টিরও বেশি কাস্টমাইজেবল ওয়াচফেস উপলব্ধ। এমনকি ঘড়িটির স্ক্রিনের ডান ধারে থাকছে একটি বাটন, যার মাধ্যমে এটিকে নিয়ন্ত্রণ করা সম্ভব।
অন্যদিকে, ফিটনেস ফিচার হিসাবে নয়েজ কালার ফিট ক্যালিবার বাজ স্মার্টওয়াচে হার্ট রেট মনিটর, SpO2 সেন্সর, মেনস্ট্রুয়াল সাইকেল ট্রাকার উপলব্ধ। এমনকি ঘড়িটি ব্যবহারকারীর স্লিপ প্যাটার্ন, স্ট্রেস লেভেল এবং ব্রিদিং এক্সারসাইজ নিরীক্ষণ করতে পারবে। শুধু তাই নয়, ওয়্যারেবলটিতে ১০০টি স্পোর্টস মোড সাপোর্ট করবে।
তাছাড়া, স্মার্টওয়াচটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল ব্লুটুথ কলিং। এর জন্য ঘড়িটিতে ইনবিল্ট মাইক এবং স্পিকার উপস্থিত। সাথে থাকছে ডায়াল প্যাড এবং রিসেন্ট লগস। এবার আসা যাক Noise ColorFit Caliber Buzz স্মার্টওয়াচের ব্যাটারি প্রসঙ্গে। পাওয়ার ব্যাকআপের জন্য ঘড়িটিতে ব্যবহৃত হয়েছে ৩০০এমএএইচ ব্যাটারি, যা একবার চার্জে ৭ দিন পর্যন্ত ডিভাইসটিকে সক্রিয় রাখবে। তদুপরি ঘড়িটির অন্যান্য ফিচারের মধ্যে উল্লেখযোগ্য নোটিফিকেশন ডিসপ্লে, ডিএনডি মোড, ওয়েদার এন্ড স্টক আপডেট, রিমোট ক্যামেরা, মিউজিক কন্ট্রোল ইত্যাদি। সর্বোপরি জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য স্মার্টওয়াচটি IP68 রেটিং প্রাপ্ত।