লেদার ও মেটালিক স্ট্র্যাপ সহ Noise ColorFit Macro স্মার্টওয়াচ ভারতে লঞ্চ হল, দাম শুরু মাত্র ১৩৯৯ টাকা থেকে

ভারতে আত্মপ্রকাশ করল Noise ব্যান্ডের নতুন স্মার্টওয়াচ। ColorFit ফিট সিরিজের নতুন স্মার্টওয়াচটির নাম Noise ColorFit...
techgup 16 Feb 2024 4:26 PM IST

ভারতে আত্মপ্রকাশ করল Noise ব্যান্ডের নতুন স্মার্টওয়াচ। ColorFit ফিট সিরিজের নতুন স্মার্টওয়াচটির নাম Noise ColorFit Macro। এতে রয়েছে প্রিমিয়াম বডির সাথে বড় আকারের ডিসপ্লে। তাছাড়া ব্লুটুথ কলিং ফিচার যুক্ত এই ঘড়িটি একবার চার্জে ৭ দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে পারবে বলে দাবি করেছে সংস্থাটি। চলুন দেখে যাওয়া যাক নতুন Noise ColorFit Macro স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Noise ColorFit Macro-এর দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে Noise ColorFit Macro স্মার্টওয়াচ মিস্ট গ্রে, জেট ব্ল্যাক এবং স্পেস ব্লু কালারের সিলিকন স্ট্র্যাপে, ক্লাসিক ব্ল্যাক ও ক্লাসিক ব্রাউন লেদার স্ট্র্যাপে এবং ব্ল্যাক লিংক এবং সিলভার লিংক কালারের মেটালিক স্ট্র্যাপ অপশনে এসেছে। এর মধ্যে সিলিকন স্ট্র্যাপ ভার্সনের দাম থাকবে ১,৩৯৯ টাকা, লেদার স্ট্র্যাপ অপশন পাওয়া যাবে ১,৪৯৯ টাকায় এবং মেটালিক স্ট্র্যাপ ভার্সনের দাম ধার্য করা হয়েছে ১,৫৯৯ টাকা। বর্তমানে ঘড়িটি ই-কমার্স সাইট অ্যামাজনে প্রি অর্ডারের জন্য উপলব্ধ। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে এটি বাজারে কিনতে পাওয়া যাবে।

Noise ColorFit Macro-এর স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত Noise ColorFit Macro স্মার্টওয়াচটি স্লিক মেটালিক ফিনিশ সহ আয়তক্ষেত্রাকার ডিসপ্লের সাথে এসেছে, যার কোনাগুলি গোলাকৃতি। এই ডিসপ্লের সাইজ ২ ইঞ্চি, যার উপরে ২.৫ ডি কার্ভড গ্লাস উপস্থিত। এই ঘড়িতে ২০০টিরও বেশি ওয়াচফেস সাপোর্ট করবে। তাছাড়া এতে রয়েছে ব্লুটুথ কলিং ফিচারের সাথে বিল্ট-ইন মাইক্রোফোন এবং স্পিকার।

অন্যদিকে হেলথ ফিচার হিসেবে ঘড়িটিতে হার্ট রেট মনিটর, SpO2 সেন্সর, স্লিপ ও স্ট্রেস ট্র্যাকার এবং মেন্সট্রুয়াল সাইকেল ট্র্যাকার উপলব্ধ। শুধু তাই নয়, ঘড়িটিতে ১১৫টি স্পোর্টড মোড ও ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করবে। আবার নয়েজফিট অ্যাপ্লিকেশনেনের মাধ্যমে ওয়্যারেবলটিকে স্মার্টফোন থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব।

এবার আসা যাক Noise ColorFit Macro স্মার্টওয়াচের ব্যাটারি প্রসঙ্গে। সংস্থার মতে, একবার চার্জে এর ব্যাটারি ৭ দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। তদুপরি ঘড়িটির অন্যান্য উল্লেখযোগ্য ফিচারগুলি হল ক্যামেরা ও মিউজিক কন্ট্রোল, নোটিফিকেশন ডিসপ্লে, ক্যালকুলেটর ইত্যাদি।

Show Full Article
Next Story