কলিং ফিচার সহ স্টাইলিস ডিজাইন, Noise ColorFit Mighty স্মার্টওয়াচ ভারতে লঞ্চ হল

গতকাল Colorfit Quad Call স্মার্টওয়াচ লঞ্চের পর এবার Noise সংস্থাটি ভারতীয় বাজারে নিয়ে আসলো ColorFit Mighty নামের একটি...
techgup 27 May 2023 7:40 PM IST

গতকাল Colorfit Quad Call স্মার্টওয়াচ লঞ্চের পর এবার Noise সংস্থাটি ভারতীয় বাজারে নিয়ে আসলো ColorFit Mighty নামের একটি নতুন ওয়্যারেবল ডিভাইস। ২০০০ টাকারও কম দামে আসা নতুন এই ঘড়িতে রয়েছে ব্লুটুথ কলিংয়ের সুবিধা এবং একাধিক হেলথ ফিচার ও স্পোর্টস মোড। সংস্থাটি দাবি করেছে, একবার চার্জে ঘড়িটি একটানা ৭ দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে পারবে। চলুন দেখে নেওয়া যাক নতুন Noise ColorFit Mighty স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Noise ColorFit Mighty -এর দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে Noise ColorFit Mighty স্মার্টওয়াচের দাম রাখা হয়েছে ১,৯৯৯ টাকা। এটি জেট ব্ল্যাক, ক্লাম ব্লু, ফরেস্ট গ্রিন, বার্গেন্ডি ওয়াইন এবং সিলভার গ্রে কালারে উপলব্ধ। সংস্থার নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি ই-কমার্স ফ্লিপকার্ট থেকে কিনতে পাওয়া যাচ্ছে ঘড়িটি।

Noise ColorFit Mighty -এর স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত Noise ColorFit Mighty স্মার্টওয়াচটি অ্যাপল স্মার্টওয়াচের মতো ডিজাইন সহ এসেছে, যার ডান ধারের ওপরে দিকে থাকছে একটি রোটেটিং ক্রাউন। তাছাড়া এতে দেওয়া হয়েছে ১.৯৬ ইঞ্চি বড় মাপের ডিসপ্লে, যার রেজোলিউশন ২৪০x ২৮৬ পিক্সেল এবং এটি ৫০০ নিট সর্বোচ্চ উজ্জ্বলতা অফার করবে। শুধু তাই নয়, স্লিক লুকের এই স্মার্টওয়াচের ডিসপ্লের চারপাশে থাকছে মেটালিক ফিনিশ।

অন্যদিকে, হেলথ ফিচার হিসেবে ঘড়িটিতে হার্ট রেট মনিটর, SpO2 সেন্সর, স্লিপ ট্র্যাকার উপলব্ধ। সেই সঙ্গে থাকছে স্ট্রেস ট্র্যাকার এবং ব্রিদিং প্র্যাক্টিসের জন্য বিশেষ মোড। পাশাপাশি ঘড়িটিতে মিলবে ১১০টিরও বেশি স্পোর্টস মোডের সুবিধা।

আবার ওয়্যারেবলটি ব্লুটুথ কলিং ফিচার সহ এসেছে। তাই হাতের ঘড়ি থেকেই সরাসরি ফোন কল ধরা এবং করা সম্ভব। আর এর অন্যান্য আকর্ষণীয় ফিচারের মধ্যে রয়েছে নোটিফিকেশন, ওয়েদার আপডেট, ক্যামেরা ও মিউজিক কন্ট্রোল, ডিএনডি মোড, রিস্ট ওয়েক আপ ইত্যাদি।

এবার আসা যাক Noise ColorFit Mighty স্মার্টওয়াচের ব্যাটারি প্রসঙ্গে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ব্যবহৃত হয়েছে ৩০০ এমএএইচ ব্যাটারি, যা একবার চার্জে ৭ দিন পর্যন্ত ঘড়িটিকে ব্যবহারযোগ্য রাখবে। সর্বোপরি জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য ঘড়িটিতে দেওয়া হয়েছে IP67 রেটিং।

Show Full Article
Next Story