- Home
- »
- স্মার্টওয়াচ »
- Noise ColorFit Pro 4 Alpha: অ্যাপল...
Noise ColorFit Pro 4 Alpha: অ্যাপল ওয়াচের মতো ডায়াল ও AMOLED ডিসপ্লের সাথে আসছে নয়েজের নতুন স্মার্টওয়াচ
খুব শীঘ্রই ভারতীয় বাজারে আসতে চলেছে Noise এর নতুন একটি স্মার্টওয়াচ। কালার ফিট প্রো ৪ সিরিজের আসন্ন এই নতুন ঘড়িটির নাম...খুব শীঘ্রই ভারতীয় বাজারে আসতে চলেছে Noise এর নতুন একটি স্মার্টওয়াচ। কালার ফিট প্রো ৪ সিরিজের আসন্ন এই নতুন ঘড়িটির নাম রাখা হবে ColorFit Pro 4 Alpha। উল্লেখ্য, বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছিল যে, অডিও ডিভাইস প্রস্তুতকারী সংস্থাটি নতুন কালার ফিট প্রো ৪ সিরিজের একটি নতুন মডেলের উপর কাজ করছে। আর আজ প্রকাশিত একটি লিকে Noise ColorFit Pro 4 Alpha স্মার্টওয়াচটির নাম, ফিচার এবং লভ্যতা সংক্রান্ত বিভিন্ন তথ্য সামনে এসেছে।
আশা করা যায়, আপকামিং নয়েজ স্মার্টওয়াচটি বাজেট রেঞ্জে আসতে চলেছে। আর এটি ই-কমার্স সাইট অ্যামাজন থেকে পাওয়া যাবে। তবে এর সেলের তারিখ জানা যায়নি।
Noise ColorFit Pro 4 Alpha স্মার্টওয়াচের সম্ভাব্য স্পেসিফিকেশন ও ফিচার
নয়েজ কালারফিট প্রো ৪ আলফা স্মার্টওয়াচে দেওয়া হবে ১.৭৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যা অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট করবে এবং এর ওপরে থাকবে ২.৫ ডি কার্ভড গ্লাসের আচ্ছাদন। তাছাড়া ডিসপ্লেটি ৩৬৮x৪৪৮ পিক্সেল রেজোলিউশন এবং ৬০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে।
অন্যদিকে, সামনে আসা ছবি থেকে জানা গেছে নয়েজ কালারফিট প্রো ৪ আলফা স্মার্টওয়াচটি অ্যাপল ওয়াচের মতো আয়তক্ষেত্রাকার ডায়াল এবং ডানদিকে একটি ক্রাউন বাটন সহ আসবে, যার মাধ্যমে ঘড়িটিকে নিয়ন্ত্রণ করা সম্ভব। তাছাড়া এর অন্যান্য ফিচারগুলির মধ্যে উল্লেখযোগ্য ব্লুটুথ কলিং বৈশিষ্ট্য। এটি ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটির সাথে লঞ্চ হবে।
আবার ঘড়িটিতে ফার্স্ট চার্জিং সাপোর্ট করবে। আজ্ঞে হ্যাঁ! Noise ColorFit Pro 4 Alpha মাত্র ৩০ মিনিট চার্জে ৫০ শতাংশ চার্জ হয়ে যাবে। আবার একবার পুরোপুরি চার্জে ওয়্যারেবলটি ৭ দিন পর্যন্ত সক্রিয় থাকবে।