- Home
- »
- স্মার্টওয়াচ »
- বড় ডিসপ্লের সাথে কম দামে বাজারে এল...
বড় ডিসপ্লের সাথে কম দামে বাজারে এল Noise ColorFit Pulse 3 স্মার্টওয়াচ
ভারতে আত্মপ্রকাশ করল Noise ব্র্যান্ডের নতুন Noise ColorFit Pulse 3 স্মার্টওয়াচ। প্রসঙ্গত উল্লেখ্য, এটি Noise ColorFit...ভারতে আত্মপ্রকাশ করল Noise ব্র্যান্ডের নতুন Noise ColorFit Pulse 3 স্মার্টওয়াচ। প্রসঙ্গত উল্লেখ্য, এটি Noise ColorFit Ultra 3 স্মার্টওয়াচের উত্তরসূরী হিসেবে এসেছে। স্লিক ডিজাইনের এই স্মার্টওয়াচে রয়েছে ব্লুটুথ কলিং ফিচারের সাথে এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট, ডিএনডি মোড, অটো স্পোর্টস ডিটেকশন এবং ৭ দিনের ব্যাটারি লাইফ। চলুন নতুন Noise ColorFit Pulse 3 স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Noise ColorFit Pulse 3-এর দাম ও লভ্যতা
ভারতীয় বাজারে Noise ColorFit Pulse 3 স্মার্টওয়াচের দাম রাখা হয়েছে ১,৭৯৯ টাকা। এটি সংস্থার নিজস্ব ওয়েবসাইট gonoise.com ছাড়াও ই-কমার্স সাইট অ্যামাজন থেকে কিনতে পাওয়া যাচ্ছে। আর ঘড়িটি জেট ব্ল্যাক, ভিন্টেজ ব্রাউন, সিলভার গ্রে, জেড গ্রীন এবং রোজ পিঙ্ক কালার অপশনের মধ্যে বেছে নেওয়া যাবে।
Noise ColorFit Pulse 3-এর স্পেসিফিকেশন ও ফিচার
নবাগত Noise ColorFit Pulse 3 স্মার্টওয়াচ ১.৯৬ ইঞ্চি টিএফটি ডিসপ্লের সাথে এসেছে, যার ওপর রয়েছে ২.৫ডি কার্ভড গ্লাসের আচ্ছাদন। তাছাড়া এর ডিসপ্লেটি ৫৫০ নিট উজ্জ্বলতা প্রদান করায় দিনের উজ্জ্বল আলোতেও এটি স্পষ্টভাবে দৃশ্যমান। পাশাপাশি ঘড়িটিতে রয়েছে মেটাল ইন্টারচেঞ্জেবল সিলিকন স্ট্র্যাপের সাথে মেটাল বডি।
অন্যদিকে, নতুন এই স্মার্টওয়াচটি ব্লুটুথ কলিং ফিচার সাপোর্ট সহ এসেছে। এর জন্য টাইমপিসটিতে রয়েছে ডায়াল প্যাড এবং ১০টি পর্যন্ত কন্ট্যাক্ট মজুদ রাখার ক্ষমতা। শুধু তাই নয়, ঘড়িটিতে স্মার্ট ডিএনডি মোড উপলব্ধ। ফলে রাতে ঘুমের সময় নোটিফিকেশন এড়ানো সম্ভব। সেই সঙ্গে ইউজারকে সুস্থ লাইফ স্টাইল অফার করার জন্য থাকছে অটো স্পোর্টস ডিটেকশন।
অন্যদিকে, হেলথ ফিচার হিসেবে ঘড়িটিতে হার্ট রেট সেন্সর, SpO2 মনিটর, স্লিপ প্যাটার্ন, ট্রেস লেভেল, ব্রিদিং এক্সারসাইজ এবং ফিমেল সাইকেল ট্রাকার উপলব্ধ। পাশাপাশি ঘড়িটি ১০০টিরও বেশি স্পোর্টস মোড এবং ১৭০টির বেশি ওয়াচফেস সাপোর্ট করবে।
এবার আসা যাক Noise ColorFit Pulse 3 স্মার্টওয়াচের ব্যাটারি প্রসঙ্গে। সংস্থার মতে, একবার চার্জে এর ব্যাটারি ৭ দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। তদুপরি উক্ত ওয়্যারেবলের অন্যান্য উল্লেখযোগ্য ফিচারগুলি হল এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট, বিল্ট-ইন গেম, রিমোট ক্যামেরা কন্ট্রোল, টাইমার, রিমাইন্ডার ইত্যাদি। সর্বোপরি জল ও ধুলো থেকে সুরক্ষা দেওয়ার জন্য ঘড়িটিতে দেওয়া হয়েছে IP68 রেটিং।