Noise সস্তায় লঞ্চ করল ColorFit Pulse Go Buzz স্মার্টওয়াচ, কিনবেন নাকি

ভারতে লঞ্চ হল Noise সংস্থার নতুন ColorFit Pulse Go Buzz স্মার্টওয়াচ। এতে রয়েছে কুইক এবং হ্যাজেল ফ্রি কল এক্সপিরিয়েন্সের জন্য ট্রু সিঙ্ক টিএম (Tru SyncTM)…

ভারতে লঞ্চ হল Noise সংস্থার নতুন ColorFit Pulse Go Buzz স্মার্টওয়াচ। এতে রয়েছে কুইক এবং হ্যাজেল ফ্রি কল এক্সপিরিয়েন্সের জন্য ট্রু সিঙ্ক টিএম (Tru SyncTM) টেকনোলজি সহ উন্নততর ব্লুটুথ কলিং ফিচার। উপরন্তু স্মার্টওয়াচটিতে ১.৬৯ ইঞ্চি টিএফটি ডিসপ্লে, ১৫০টি ক্লাউড বেস ওয়াচফেস উপলব্ধ। চলুন দেখে নেওয়া যাক নতুন Noise ColorFit Pulse Go Buzz স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সংক্রান্ত খুটিনাটি তথ্য।

Noise ColorFit Pulse Go Buzz স্মার্টওয়াচের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে নয়েজ কালারফিট পালস গো বাজ স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে ১,৯৯৯ টাকা। সংস্থার নিজস্ব ওয়েবসাইট এবং অ্যামাজনে কিনতে পাওয়া যাচ্ছে ঘড়িটি। জেট ব্ল্যাক, মিডনাইট ব্লু, মিস্ট গ্রে, অলিভ গ্রীন এবং পিংক কালার অপশনগুলিতে ক্রেতারা কিনতে পারবেন তাদের পছন্দের স্মার্টওয়াচটি।

Noise ColorFit Pulse Go Buzz স্মার্টওয়াচের ফিচার ও স্পেসিফিকেশন

নবাগত নয়েজ কালারফিট পালস গো বাজ স্মার্টওয়াচের ফিচার প্রসঙ্গে বলতে গেলে এতে রয়েছে উন্নতমানের ব্লুটুথ কলিং ফিচার, যার রেঞ্জ ১৮ মিটার পর্যন্ত বিস্তৃত। এর জন্য ঘড়িটিতে ব্যবহৃত হয়েছে ট্রু সিঙ্ক টিএম (Tru SyncTM) টেকনোলজি, যা ব্যবহারকারীকে উন্নত মানের সিমলেস কলিং এক্সপেরিয়েন্স দিতে সক্ষম।

অন্যদিকে, ঘড়িটিতে দেওয়া হয়েছে ১.৬৯ ইঞ্চি এলসিডি স্ক্রিন, যার রেজোলিউশন ২৪০x২৮০ পিক্সেল এবং ডিসপ্লেটি ৫০০ নিট সর্বোচ্চ উজ্জলতা অফার করবে। শুধু তাই নয়, ঘড়িটিতে ইনবিল্ট মাইক্রোফোন ও স্পিকার এর সাথে ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি উপলব্ধ। তাই হাতের ঘড়ি থেকে ব্যবহারকারী যে কোনো ফোন কল ধরতে এবং করতে পারবেন।

উপরন্তু ওয়্যারেবলটিতে থাকছে হার্ট রেট সেন্সর, SPo2 মনিটর, অ্যাক্সিলারেটর ইত্যাদি। এর সাথে পাওয়া যাবে ১০০ টি ওয়াচফেস এবং অটো ডিটেকশন ফিচার। সংস্থার মতে, একবার চার্জে ঘড়িটি সাধারণ ব্যবহারে সাতদিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দেবে। এর জন্য স্মার্টওয়াচটিতে ব্যবহৃত হয়েছে ৩০০ এমএএইচ ব্যাটারি, যা দু’ঘণ্টায় পুরোপুরি চার্জ হয়ে যাবে।

অন্যদিকে, Noise ColorFit Pulse Go Buzz স্মার্টওয়াচের অন্যান্য ফিচারের মধ্যে উল্লেখযোগ্য রিমোট কন্ট্রোল, স্ক্রিন ব্রাইটনেস কন্ট্রোল, ফাইন্ড মাই ফোন ফেসিলিটি, ওয়েদার ফোরকাস্ট, কল মিউট, হ্যান্ড ওয়াস ও ড্রিংক ওয়াটার রিমাইন্ডার এবং ডু নট ডিস্টার্ব অ্যালার্ট।