- Home
- »
- স্মার্টওয়াচ »
- বড় ডিসপ্লের সাথে দীর্ঘ ব্যাটারি লাইফ,...
বড় ডিসপ্লের সাথে দীর্ঘ ব্যাটারি লাইফ, Noise Colorfit Ultra 3 স্মার্টওয়াচ লঞ্চ হল
ভারতে লঞ্চ হল Noise ব্র্যান্ডের নতুন একটি স্মার্টওয়াচ, যার নাম Noise Colorfit Ultra 3। প্রসঙ্গত উল্লেখ্য, এটি গত বছর...ভারতে লঞ্চ হল Noise ব্র্যান্ডের নতুন একটি স্মার্টওয়াচ, যার নাম Noise Colorfit Ultra 3। প্রসঙ্গত উল্লেখ্য, এটি গত বছর লঞ্চ হওয়া Ultra 2 স্মার্টওয়াচের উত্তরসূরী। ব্লুটুথ কলিং যুক্ত এই স্মার্টওয়াচটি ডিজাইনগত দিক থেকে অ্যাপেল ওয়াচের সমতুল্য। এতে থাকছে অলওয়েজ অন ডিসপ্লে, একাধিক হেলথ ফিচার ও স্পোর্টস মোড। সংস্থার মতে, একবার চার্জে ঘড়িটি ৭ দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। চলুন দেখে নেওয়া যাক নতুন Noise Colorfit Ultra 3 স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।
Noise Colorfit Ultra 3-এর দাম ও লভ্যতা
ভারতীয় বাজারে Noise Colorfit Ultra 3 স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে ৪,৪৯৯ টাকা। এটি জেড ব্ল্যাক, স্টিল ব্লু, ক্লাসিক ব্ল্যাক, ক্লাসিক ডার্ক ব্রাউন, ব্ল্যাক এলিট এডিশন ও সিলভার এলিট এডিশন কালার অপশনে পাওয়া যাবে। আবার এই ঘড়ির সাথে ক্রেতারা তাদের পছন্দমত মেটাল, লেদার অথবা সিলিকন স্ট্র্যাপ বেছে নেওয়ার সুযোগ পাবেন। আগামী ২মে থেকে ই-কমার্স সাইট অ্যামাজন এবং সংস্থার নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে কেনা যাবে স্মার্টওয়াচটি।
Noise Colorfit Ultra 3-এর স্পেসিফিকেশন ও ফিচার
নবাগত Noise Colorfit Ultra 3 স্মার্টওয়াচটির ডিজাইন অনেকটাই অ্যাপেল ওয়াচের মত। এর ডান ধারে থাকছে রোটেটিং ক্রাউন এবং তার নিচে অতিরিক্ত একটি বাটন। তাছাড়া এতে দেওয়া হয়েছে ১.৯৬ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যার চারধারে থাকছে সরু বেজেল এবং এতে অলওয়েজ অন ডিসপ্লে মোড সাপোর্ট করবে। ব্যবহারকারী এর ডিসপ্লের উপর একবার ট্যাপ করলে ডিসপ্লেটি অন হবে এবং স্ক্রিনের উপর হাত লাগলে সেটি আবার বন্ধ হয়ে যাবে।
পাশাপাশি হেলথ ফিচার হিসেবে ঘড়িটিতে হার্ট রেট মনিটর, SpO2 সেন্সর, মেনস্ট্রুয়াল সাইকেল ট্র্যাকার উপলব্ধ। সেই সঙ্গে থাকছে স্লিপ প্যাটার্ন এবং স্ট্রেস লেভেল মনিটর। উপরন্তু রয়েছে একটি বিশেষ ব্রিদিং সেশন। আবার ঘড়িটিতে মিলবে ১০০টির বেশি স্পোর্টস মোডের সুবিধা।
তদুপরি Noise Colorfit Ultra 3 স্মার্টওয়াচটি থেকে সরাসরি ফোন কল করা সম্ভব। এর জন্য ঘড়িটিতে ইন-বিল্ট স্পিকার এবং মাইক্রোফোন বর্তমান। আবার ঘড়িটির অন্যান্য উল্লেখযোগ্য ফিচারগুলি হল ওয়েদার অ্যালার্ট, স্টক আপডেট, ক্যালকুলেটর, মিউজিক, নোটিফিকেশন ডিসপ্লে ইত্যাদি। সর্বোপরি একবার চার্জে ওয়্যারেবলটি ৭ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে বলে দাবি করেছে সংস্থাটি।