- Home
- »
- স্মার্টওয়াচ »
- দেশীয় কোম্পানি Noise আনল সবচেয়ে সস্তা...
দেশীয় কোম্পানি Noise আনল সবচেয়ে সস্তা Calling Smartwatch, কেবল 1299 টাকায় 100 এর বেশি স্পোর্টস মোড
দেশীয় সংস্থা Noise ভারতে লঞ্চ করল সাশ্রয়ী মূল্যের নতুন স্মার্টওয়াচ, যার নাম Noise ColorFit Vivid Call। ব্লুটুথ কলিং...দেশীয় সংস্থা Noise ভারতে লঞ্চ করল সাশ্রয়ী মূল্যের নতুন স্মার্টওয়াচ, যার নাম Noise ColorFit Vivid Call। ব্লুটুথ কলিং ফিচারসহ আসা নতুন স্মার্টওয়াচে রয়েছে মেটালিক ফিনিশ আর বর্গাকার ডায়াল। আর সংস্থার মতে, একবার চার্জে ঘড়িটি ৭ দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। সেই সঙ্গে জল লাগলেও নষ্ট হবে না স্মার্ট ঘড়িটি। চলুন দেখে নেওয়া যাক নতুন Noise ColorFit Vivid Call স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।
Noise ColorFit Vivid Call -এর দাম ও লভ্যতা
ভারতীয় বাজারে Noise ColorFit Vivid Call স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে ১,২৯৯ টাকা। স্পেস ব্লু, সিলভার গ্রে, জেট ব্ল্যাক, ফরেস্ট স্ক্রিন, রোজ পিঙ্ক এবং ডিপ ওয়াইন, এই কালার অপশনগুলিতে পাওয়া যাবে ঘড়িটি। আগ্রহী ক্রেতারা gonoise.com এবং ই-কমার্স সাইট অ্যামাজন থেকে সহজেই কিনে নিতে পারবেন ওয়্যারেবলটি।
Noise ColorFit Vivid Call -এর স্পেসিফিকেশন ও ফিচার
নবাগত Noise ColorFit Vivid Call স্মার্টওয়াচটি মেটালিক ফিনিশের সাথে স্লিক ডিজাইনে এসেছে। আর এতে দেওয়া হয়েছে ১.৬৯ ইঞ্চি ডিসপ্লে, যার রেজোলিউশন ২৪০x ২৮০ পিক্সেল এবং ঘড়িটি ৫০০ নিট সর্বোচ্চ উজ্জ্বলতা অফার করবে। সেই সঙ্গে এতে পাওয়া যাবে ১০০টি ক্লাউড বেস ওয়াচফেস।
অন্যদিকে, ব্লুটুথ কলিংযুক্ত স্মার্টওয়াচটিতে থাকছে বিল্ট-ইন মাইক এবং স্পিকার। আবার হেলথ ফিচার হিসেবে ঘড়িটিতে হার্ট রেট সেন্সর, SpO2 মনিটর, স্লিপ ট্র্যাকার উপলব্ধ। সেই সঙ্গে পাওয়া যাবে ১০০ টি স্পোর্টস মোডের সুবিধা।
এবার আসা যাক Noise ColorFit Vivid Call স্মার্টওয়াচের ব্যাটারি প্রসঙ্গে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ২৬০ এমএএইচ ব্যাটারি, যা একবার চার্জে ৭ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। সর্বোপরি জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য ঘড়িটিতে দেওয়া হয়েছে IP67 রেটিং।