- Home
- »
- স্মার্টওয়াচ »
- সস্তায় লঞ্চ হল Noise HRX Bounce...
সস্তায় লঞ্চ হল Noise HRX Bounce স্মার্টওয়াচ, রয়েছে একশোর বেশি স্পোর্টস মোড
স্মার্ট ডিভাইস প্রস্তুতকারী দেশীয় সংস্থা Noise, ফ্যাশন ব্যান্ড HRX -এর সাথে যৌথ উদ্যোগে লঞ্চ করল নতুন Noise HRX Bounce...স্মার্ট ডিভাইস প্রস্তুতকারী দেশীয় সংস্থা Noise, ফ্যাশন ব্যান্ড HRX -এর সাথে যৌথ উদ্যোগে লঞ্চ করল নতুন Noise HRX Bounce স্মার্টওয়াচ। রাউন্ড ডায়াল সহ আসা নতুন এই স্মার্ট ঘড়িটি স্পোর্টস প্রেমীদের জন্য তৈরি করা হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি। এতে রয়েছে ১০০টিরও বেশি স্পোর্টস মোড এবং ব্লুটুথ কলিংয়ের সুবিধা। চলুন দেখে নেওয়া যাক নতুন Noise HRX Bounce স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।
Noise HRX Bounce স্মার্টওয়াচের দাম ও লভ্যতা
ভারতীয় বাজারে নয়েজ এইচআরএক্স বাউন্স স্মার্টওয়াচটির দাম ধার্য করা হয়েছে ২,৪৯৯ টাকা। মিডনাইট ব্লু, অ্যাক্টিভ গ্রিন, অ্যাক্টিভ ব্ল্যাক এবং জেড ব্ল্যাক, এই কালার অপশনগুলিতে পাওয়া যাবে ঘড়িটি। আগ্রহী ক্রেতারা Gonoise.com এবং ই-কমার্স সাইট মিন্ত্রা ও ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন তাদের পছন্দের স্মার্টওয়াচটি।
Noise HRX Bounce স্মার্টওয়াচের ফিচার ও স্পেসিফিকেশন
নবাগত নয়েজ এইচআরএক্স স্মার্টওয়াচটি ১.৩৯ ইঞ্চি এইচডি ডিসপ্লের সাথে এসেছে, যা ২৪০x২৪০ পিক্সেল রেজোলিউশন এবং ৪৫০ নিট সর্বোচ্চ উজ্জ্বলতা অফার করবে। তাছাড়া আগেই বলা হয়েছে, স্মার্টওয়াচটিতে ব্লুটুথ কলিং সাপোর্ট করবে। এর জন্য এতে রয়েছে ইনবিল্ট মাইক্রোফোন এবং স্পিকার। এমনকি ব্যবহারকারী ওয়্যারেবলটিতে ৮টি পর্যন্ত কন্ট্যাক্ট মজুত রাখতে এবং রিসেন্ট কল লগ দেখতে পাবেন।
আবার নতুন এই স্মার্ট ঘড়িতে একশোটিরও বেশি স্পোর্টস মোড সাপোর্ট করবে। সেই সঙ্গে এতে মিলবে ১৫০টি ওয়াচফেস। শুধু তাই নয়, হেলথ ফিচার হিসেবে ঘড়িটিতে হার্ট রেট মনিটর, SpO2 সেন্সর, স্লিপ ট্র্যাকার এবং মেনস্ট্রুয়াল হেলথ ট্র্যাকার উপলব্ধ।
অন্যদিকে Noise HRX Bounce স্মার্টওয়াচের ব্যাটারি প্রসঙ্গে বলতে গেলে, একবার চার্জে এর ব্যাটারি ৭ দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। সর্বোপরি জল এবং ধুলো থেকে সুরক্ষা দেওয়ার জন্য ঘড়িটি IP67 রেটিংসহ এসেছে।