Noise Scout: জলের মধ্যে পড়ে গেলেও নষ্ট হবে না, নয়েজ আনল নতুন স্মার্টওয়াচ

ছোটদের জন্য দেশীয় সংস্থা Noise নিয়ে আসলো নতুন একটি স্মার্টওয়াচ, যার নাম Noise Scout। এতে রয়েছে ভয়েস কলিংয়ের সাথে...
techgup 14 March 2023 10:36 AM IST

ছোটদের জন্য দেশীয় সংস্থা Noise নিয়ে আসলো নতুন একটি স্মার্টওয়াচ, যার নাম Noise Scout। এতে রয়েছে ভয়েস কলিংয়ের সাথে ভিডিও কলিং টেকনোলজি, জিপিএস কানেক্টিভিটি এবং একাধিক স্পোর্টস মোড ও হেলথ ফিচার। চলুন দেখে নেওয়া যাক নতুন Noise Scout স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Noise Scout স্মার্টওয়াচের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে নয়েজ স্কাউট স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে ৫,৯৯৯ টাকা। টুইংকেল পার্পল এবং রেসিং ব্ল্যাক, এই দুটি কালার পাওয়া যাবে ঘড়িটিতে। উল্লেখ্য, সংস্থার নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি এই কমার্স সাইট অ্যামাজন থেকে আগ্রহী ক্রেতারা কিনতে পারবেন স্মার্টওয়াচটি।

Noise Scout স্মার্টওয়াচের স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত নয়েজ স্কাউট স্মার্টওয়াচটি ১.৪ ইঞ্চি এলসিডি ডিসপ্লের সাথে এসেছে, যা এইচডি রেজোলিউশন এবং ৫০০ নিট সর্বোচ্চ উজ্জ্বলতা অফার করবে। তাছাড়া এতে রয়েছে ২ মেগাপিক্সেল ক্যামেরা।

অন্যদিকে হেলথ ফিচার হিসেবে ঘড়িটিতে হার্ট রেট সেন্সর, স্লিপ ট্র্যাকার এবং স্টেপ কাউন্টার উপলব্ধ। সেই সঙ্গে থাকছে একাধিক স্পোর্টস মোড। আবার ঘড়িটি বাচ্চাদের প্রতিদিনের টাস্ক রিমাইন্ডার হিসেবেও কাজ করবে। উপরন্তু বাচ্চারা যাতে স্কুলে গিয়ে নির্ঝঞ্ঝাটে পড়াশোনা করতে পারে তার জন্য ঘড়িটিতে পাওয়া যাবে বিশেষ স্কুল মোড।

এখানেই শেষ নয়! স্কাউট স্মার্টওয়াচে রয়েছে বিল্ট-ইন মাইক এবং স্পিকার। আবার ঘড়িটিতে ব্যবহার করা যাবে 4G সিম। এর ফলে হাতের ঘড়ি থেকেই ব্যবহারকারী ভিডিও কলিং বা ভয়েস কল করতে পারবেন। সেই সঙ্গে ঘড়িটিতে জিপিএস এবং জিও ফেন্সিং টেকনোলজি বর্তমান। যার মাধ্যমে ইউজারের লোকেশন ট্র্যাক করা সম্ভব। আবার আপদকালীন সময় অভিভাবককের সাথে তৎক্ষণাৎ যোগাযোগের জন্য ওয়্যারেবলটিতে এসওএস (SOS) ফিচার উপস্থিত। শুধু তাই নয়, নয়েজ বডি অ্যাপ ব্যবহার করে অভিভাবকরা ঘড়িটির মাধ্যমে তাদের সন্তানদের গতিবিধি নিয়ন্ত্রণ রাখতে পারবেন। সেই সঙ্গে এতে থাকছে বিল্ট-ইন গেম।

এবার আসা যাক Noise Scout স্মার্টওয়াচের ব্যাটারি প্রসঙ্গে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ৬৮০ এমএএইচ ব্যাটারি, যা একবার চার্জে তিন দিন পর্যন্ত সাধারণ ব্যবহারের এবং ২৮ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই মোডে ঘড়িটিকে সক্রিয় রাখবে। সর্বোপরি জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য ঘড়িটিতে দেওয়া হয়েছে IP68 রেটিং।

Show Full Article
Next Story