- Home
- »
- স্মার্টওয়াচ »
- NoiseFit Force Plus: উঁচু জায়গা থেকে...
NoiseFit Force Plus: উঁচু জায়গা থেকে পড়লেও ভাঙবে না, নয়েজফিট আনল দুর্দান্ত স্মার্টওয়াচ
চলতি বছরের প্রথমদিকে দেশীয় সংস্থা Noise বাজারে নিয়ে আসে NoiseFit Force নামের একটি স্মার্টওয়াচ। এবার এই হোমগ্রাউন্ড...চলতি বছরের প্রথমদিকে দেশীয় সংস্থা Noise বাজারে নিয়ে আসে NoiseFit Force নামের একটি স্মার্টওয়াচ। এবার এই হোমগ্রাউন্ড ব্র্যান্ডটি লঞ্চ করল এর উত্তরসূরী, যার নাম NoiseFit Force Plus। শক্তপোক্ত ডিজাইনে আসা ব্লুটুথ কলিংযুক্ত এই ঘড়িটিতে রয়েছে একাধিক হেলথ ফিচার এবং স্পোর্টস মোড। আবার সংস্থার মতে, একবার চার্জে স্মার্টওয়াচটি ৭ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে। চলুন দেখে নেওয়া যাক নতুন NoiseFit Force Plus স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।
NoiseFit Force Plus -এর দাম ও লভ্যতা
ভারতীয় বাজারে NoiseFit Force Plus স্মার্টওয়াচটির দাম ধার্য করা হয়েছে ৩,৯৯৯ টাকা। আগামী ১ মে থেকে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট এবং সংস্থার নিজস্ব ওয়েবসাইট থেকে কিনতে পাওয়া যাবে ঘড়িটি। এটি তিনটি কালারে এসেছে - জেট ব্ল্যাক, মিস্ট গ্রে এবং টিল ব্লু।
NoiseFit Force Plus -এর স্পেসিফিকেশন ও ফিচার
নবাগত NoiseFit Force Plus স্মার্টওয়াচটি এর উত্তরসুরীর তুলনায় রাগড বডি এবং গোলাকৃতির ডায়াল সহ এসেছে। তাই বাইরের যে কোনো কঠিন পরিস্থিতিতে এটি অনায়াসেই ব্যবহারযোগ্য। ঘড়িটির ডানদিকে থাকছে দুটি বাটন। আর এর অ্যামলেড ডিসপ্লের পরিমাপ ১.৪৬ ইঞ্চি, যা ৪৬৬x ৪৬৬ পিক্সেল রেজোলিউশন অফার করবে। এটি অলওয়েজ ও ডিসপ্লে মোড এবং কাস্টমাইজ ওয়াচফেস সাপোর্ট সহ এসেছে।
অন্যদিকে, হেলথ ফিচার হিসেবে নয়া স্মার্টওয়াচে হার্ট রেট মনিটর, SpO2 সেন্সর, স্লিপ ও স্ট্রেস ট্র্যাকার, স্টেপ কাউন্টার এবং ব্রিদিং সেশন উপলব্ধ। সেই সঙ্গে ঘড়িটি মহিলাদের মেন্সট্রুয়াল সাইকেল মনিটর করতে পারবে। পাশাপাশি ডিভাইসটিতে মিলবে ১৩০টি স্পোর্টস মোডের সুবিধা।
এখানেই শেষ নয়! ওয়্যারেবলটিতে রয়েছে ট্রুসিঙ্ক টেকনোলজির সাথে ব্লুটুথ ভি৫ কানেক্টিভিটি। ফলে হাতের ঘড়ি থেকে সরাসরি ফোন কল করা সম্ভব। তদুপুরি ঘড়িটির অন্যান্য উল্লেখযোগ্য ফিচার হলো কল ডায়াল প্যাড, ওয়েদার আপডেট, নোটিফিকেশন, ভয়েস অ্যাসিস্ট্যান্ট এবং ইন-বিল্ট গেম। এছাড়া NoiseFit Force Plus স্মার্টওয়াচের ব্যাটারি প্রসঙ্গে বলতে গেলে, একবার চার্জে এটি সাত দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। সর্বোপরি ধুলো এবং জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য ঘড়িটি বিশেষ রেটিংপ্রাপ্ত ।