দাম কম হলেও প্রিমিয়াম লুক সহ লঞ্চ হল NoiseFit Fuse Plus স্মার্টওয়াচ

গত মাসে NoiseFit Fuse স্মার্টওয়াচ লঞ্চের পর এবার Noise ভারতীয় ক্রেতাদের জন্য নিয়ে আসলো NoiseFit Fuse Plus। এই প্লাস মডেলে রয়েছে উচ্চ রেজোলিউশন যুক্ত অ্যামোলেড…

গত মাসে NoiseFit Fuse স্মার্টওয়াচ লঞ্চের পর এবার Noise ভারতীয় ক্রেতাদের জন্য নিয়ে আসলো NoiseFit Fuse Plus। এই প্লাস মডেলে রয়েছে উচ্চ রেজোলিউশন যুক্ত অ্যামোলেড ডিসপ্লে, একাধিক হেলথ ফিচার এবং স্পোর্টস মোড। চলুন দেখে নেওয়া যাক নতুন NoiseFit Fuse Plus স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

NoiseFit Fuse Plus-এর দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে NoiseFit Fuse Plus স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে ২,১৯৯ টাকা। এটি কোবাল্ট ব্লু, সিলভার গ্রে, ডিপ ওয়াইন, ভিন্টেজ ব্রাউন এবং জেড ব্ল্যাক কালার অপশনে এসেছে। এখানে জানিয়ে রাখি, বিশেষ প্রমোশন অফারে প্রথম ২০০ জন কাস্টমার ঘড়িটির দামের ওপর পাবেন অতিরিক্ত ২০০ টাকার বিশেষ ছাড়।

NoiseFit Fuse Plus-এর স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত NoiseFit Fuse Plus স্মার্টওয়াচটি গোলাকৃতির মেটালিক ফ্রেমের ১.৪৩ ইঞ্চি ডায়াল সহ এসেছে। যার রেজোলিউশন ৪৬৬ x ৪৬৬ পিক্সেল এবং ঘড়িটি সর্বোচ্চ ৫৫০ নিট উজ্জ্বলতা প্রদান করবে। আর এর ডান ধারে থাকছে একটি ক্রাউন। ব্যবহারকারী তাদের পছন্দমত ঘড়িটিতে সিলিকন স্ট্র্যাপ কাস্টমাইজ করে নিতে পারবেন।

অন্যদিকে, ওয়্যারেবলটিতে রয়েছে একশটিরও বেশি ওয়াচফেস। আবার এই ঘড়ি থেকেই ব্যবহারকারী সরাসরি ফোন কল করতে পারবেন। কারণ এতে থাকছে সংস্থার ট্রুসিঙ্ক টেকনোলজির মাধ্যমে ব্লুটুথ কলিংয়ের সুবিধা। এখানেই শেষ নয়! হেলথ ফিচার হিসেবে ডিভাইসটিতে ২৪/ ৭ হার্টরেট মনিটর, SpO2 সেন্সর, স্লিপ ট্র্যাকার, স্ট্রেস ম্যানেজার এবং ফিমেল সাইকেল ট্র্যাকার উপলব্ধ।

প্রসঙ্গত উল্লেখ্য, ঘড়িটিতে ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি বর্তমান। তদুপরি স্মার্টওয়াচটির অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো মিউজিক ও ক্যামেরা কন্ট্রোল, কুইক রিপ্লাই, স্মার্ট ডিএনডি, রিমাইন্ডার, ক্যালকুলেটর, নোটিফিকেশন ডিসপ্লে, ওয়েদার ও স্টক আপডেট ইত্যাদি।

এবার আলোচনা করা যাক NoiseFit Fuse Plus স্মার্টওয়াচের ব্যাটারি প্রসঙ্গে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ৩০০ এমএএইচ ব্যাটারি, যা একবার চার্জে ৭ দিন পর্যন্ত ঘড়িটিকে সক্রিয় রাখবে। সর্বোপরি জল ও ধুলো থেকে সুরক্ষা দেওয়ার জন্য ওয়্যারেবলটি IP68 রেটিং প্রাপ্ত।