গোলাকার ডায়ালের সাথে লঞ্চ হল Noisefit Twist, রয়েছে ব্লুটুথ কলিং ফিচার

ভারতের জনপ্রিয় ওয়্যারেবল ব্র্যান্ড Noise লঞ্চ করল নতুন একটি স্মার্টওয়াচ। ব্লুটুথ কলিং ফিচার যুক্ত এই স্মার্টওয়াচের...
techgup 13 Jan 2023 11:52 AM IST

ভারতের জনপ্রিয় ওয়্যারেবল ব্র্যান্ড Noise লঞ্চ করল নতুন একটি স্মার্টওয়াচ। ব্লুটুথ কলিং ফিচার যুক্ত এই স্মার্টওয়াচের নাম Noisefit Twist। ঘড়িটি শুধুমাত্র ব্লুটুথ কলিং ফিচারের সাথেই আসেনি। এতে রয়েছে ১০০টিরও বেশি স্পোর্টস মোড সহ ১০০টি ওয়াচফেস এবং মহিলাদের জন্য মেন্সট্রুয়াল সাইকেল ট্র্যাকিং ফিচার। চলুন দেখে নেওয়া যাক নতুন Noisefit Twist স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Noisefit Twist স্মার্টওয়াচের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে নয়েজফিট টুইস্ট স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে ১,৯৯৯ টাকা। ব্ল্যাক, ওয়াইন, সিলভার, মিডনাইট ব্লু, গোল্ড এবং পিংক এই কালার অপশনগুলির মধ্য থেকে ক্রেতারা বেছে নিতে পারবেন তাদের পছন্দের স্মার্টওয়াচটি। উল্লেখ্য, সংস্থার নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি ই- কমার্স অ্যামাজন থেকে কিনতে পাওয়া যাচ্ছে এটি।

Noisefit Twist স্মার্টওয়াচের স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত নয়েজফিট টুইস্ট স্মার্টওয়াচটি ১.৩৮ ইঞ্চি টিএফটি গোলাকৃতি ডিসপ্লের সাথে এসেছে, যার রেজোলিউশন ২৪০x২৪০ পিক্সেল এবং পিকচার ডেনসিটি ২৪৬ পিপিআই। তাছাড়া ডিসপ্লেটি ৫৫০ নিট সর্বোচ্চ উজ্জ্বলতা অফার করবে। উপরন্তু ঘড়িটিতে ব্লুটুথ ফিচার উপলব্ধ। এর জন্য এতে রয়েছে ইনবিল্ট স্পিকার এবং মাইক্রোফোন। ফলে ব্যবহারকারী স্বাচ্ছন্দের সাথে লোয়ার ব্যাটারি মোড ঘড়িটি থেকে ফোন কল করতে এবং ধরতে পারবেন । এমনকি এতে থাকছে ডায়ালপ্যাড এবং রিসেন্ট কল লগ। তাই বলাই যায়, নতুন যুগের স্মার্টওয়াচপ্রেমীদের জন্য এটি উপযুক্ত অপশন হতে পারে।

অন্যদিকে, নতুন ওয়্যারেবলটিতে নয়েজ হেলথ স্যুট অ্যাপ সাপোর্ট করবে। এর মাধ্যমে বিভিন্ন হেলথ ফিচারগুলি ট্র্যাক করা সম্ভব। এর মধ্যে রয়েছে SpO2 লেভেল, হার্ট রেট, স্লিপিং, ব্রিদিং প্যাটার্ন, অ্যাক্টিভিটি লেভেল ইত্যাদি। শুধু তাই নয়, Noisefit Twist স্মার্টওয়াচে ওমেন সাইকেল ট্র‍্যাকিং ফিচার উপলব্ধ। সাথে থাকছে ১০০টি স্পোর্টস মোড এবং ১০০টিরও বেশি ওয়াচফেস সাপোর্ট। তাছাড়া ঘড়িটিতে দশটি কন্টাক্ট মজুদ রাখ যাবে। সর্বোপরি জল এবং ধুলো থেকে সুরক্ষা দেওয়ার জন্য ঘড়িটি IP68 রেটিংসহ এসেছে।

Show Full Article
Next Story