- Home
- »
- স্মার্টওয়াচ »
- OnePlus Nord Watch: দাম কমল ওয়ানপ্লাস...
OnePlus Nord Watch: দাম কমল ওয়ানপ্লাস স্মার্টওয়াচের, এখন কিনলে পাবেন ক্যাশব্যাক, অতিরিক্ত ছাড়
ওয়ানপ্লাস (OnePlus) গত বছর অক্টোবরে ভারতে তাদের সাশ্রয়ী মূল্যের Nord-ব্র্যান্ডের স্মার্টওয়াচ লঞ্চ করেছিল। আর এখন Nord...ওয়ানপ্লাস (OnePlus) গত বছর অক্টোবরে ভারতে তাদের সাশ্রয়ী মূল্যের Nord-ব্র্যান্ডের স্মার্টওয়াচ লঞ্চ করেছিল। আর এখন Nord Watch-এর দাম কমানোর ঘোষণা করেছে কোম্পানি। হাতঘড়িটির এখন ৫০০ টাকা সস্তা হয়েছে। আসুন তাহলে বর্তমান মূল্য এবং অফারের সাথে OnePlus Nord Watch কি কি ফিচার অফার করে, সেসম্পর্কে জেনে নেওয়া যাক।
OnePlus Nord Watch-এর নতুন মূল্য এবং অফার
ওয়ানপ্লাস নর্ড ওয়াচ গত বছর ৪,৯৯৯ টাকায় লঞ্চ হয়। এখন ডিভাইসটির দাম ৫০০ টাকা কমানো হয়েছে, তাই আগ্রহী ক্রেতারা এটিকে এখন ৪,৪৯৯ টাকায় কিনতে পারবেন। স্মার্টওয়াচটি মিডনাইট ব্ল্যাক এবং ডিপ ব্লু কালার অপশনে পাওয়া যায়। এর সাথে, কোম্পানি ওয়ানপ্লাস নর্ড ওয়াচ-এর ক্রেতাদের কিছু অফারও দিচ্ছে। গ্রাহকরা আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে ৫০০ টাকার ইনস্ট্যান্ট ছাড় পাবেন এবং মোবিকুইক ওয়ালেট ব্যবহারকারীরাও এই স্মার্টওয়াচটির সাথে ৫০০ টাকার ক্যাশব্যাক পেতে পারেন৷
OnePlus Nord Watch-এর স্পেসিফিকেশন ও ফিচার
ওয়ানপ্লাস নর্ড ওয়াচ-এ ৬০ হার্টজ রিফ্রেশ রেট সহ ১.৭৮ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে, যা সূর্যের নীচে সহজে দৃশ্যমানতার জন্য ৫০০ নিট উজ্জ্বলতা অফার করে। এটি অ্যান্ড্রয়েড ৬.০ ও আইওএস ১১ এবং পরবর্তী সংস্করণের সাথে কম্প্যাটিবল। ব্যবহারকারী এন হেলথ (N Health) অ্যাপের মাধ্যমে স্মার্টওয়াচটিকে তাদের স্মার্টফোনের সাথে সংযুক্ত করতে পারবেন এবং ফিচারগুলিতে অ্যাক্সেস পেতে পারেন।
OnePlus Nord Watch পরিধানকারীদের এই ঘড়ির সাহায্যে সামগ্রিক হেল্থ ট্র্যাক করতে পারেন এবং স্মার্টওয়াচটি তাদের দৈনন্দিন কাজকর্ম যেমন স্টেপ কাউন্টিং, ক্যালোরি পরিমাপ এবং স্লিপ কোয়ালিটি পর্যবেক্ষণ করতে সক্ষম। Nord Watch-এ ১০৫টি ফিটনেস মোড রয়েছে এবং পরিধানকারী যখন দৌড়ান বা হাঁটেন তখন এটি স্বয়ংক্রিয়ভাবে স্টেপ কাউন্ট করে।
আবার স্বাস্থ্য-সম্পর্কিত ফাংশনের ক্ষেত্রে, Nord Watch দুই মিনিটেরও কম সময়ে একটি পার্সোনাল হেল্থ সামারি তৈরি করতে পারে। এই সামারিটি পরিধানকারীর হার্ট রেট, স্ট্রেস লেভেল এবং অক্সিজেন স্যাচুরেশন (SpO2) প্রদর্শন করে। পাওয়ার ব্যাকআপের জন্য, OnePlus Nord Watch একবার চার্জে ১০ দিন পর্যন্ত ব্যবহার করা যাবে বলে দাবি করে কোম্পানি। এটি সংযোগের জন্য ব্লুটুথ ৫.২ সাপোর্ট এবং ধুলো ও জল প্রতিরোধের জন্য আইপি৬৮ (IP68) রেটিং সহ এসেছে।