- Home
- »
- স্মার্টওয়াচ »
- বৃষ্টির মধ্যেও ব্যবহার করা যাবে, এই...
বৃষ্টির মধ্যেও ব্যবহার করা যাবে, এই পুজোয় সঙ্গী হয়ে উঠুক সস্তা PLAYFIT CHAMP2 স্মার্টওয়াচ
PLAYFIT সংস্থাটি ভারতে লঞ্চ করল তাদের নতুন PLAYFIT CHAMP2 স্মার্টওয়াচ। দেশীয় সংস্থার তৈরি নতুন এই ঘড়িটিতে রয়েছে ১.৬৯...PLAYFIT সংস্থাটি ভারতে লঞ্চ করল তাদের নতুন PLAYFIT CHAMP2 স্মার্টওয়াচ। দেশীয় সংস্থার তৈরি নতুন এই ঘড়িটিতে রয়েছে ১.৬৯ ইঞ্চি ফুল টাচ ডিসপ্লের সাথে উন্নতমানের টাফেনড গ্লাসের আচ্ছাদন। তাছাড়া স্মার্টওয়াচটি স্টেইনলেস স্টিল এবং সিলিকনের তৈরি, যা দেখতে বেশ আকর্ষণীয়। শুধু তাই নয়, এতে থাকছে এক গুচ্ছ স্মার্ট ফিচার। তবে একেবারেই বাজেট রেঞ্জে ভারতীয় ক্রেতাদের কাছে এসেছে নতুন এই ঘড়িটি। চলুন দেখে নেওয়া যাক নতুন PLAYFIT CHAMP2 স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।
PLAYFIT CHAMP2 স্মার্টওয়াচের দাম ও লভ্যতা
ভারতীয় বাজারে প্লেফিট চ্যাম্প২ স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে ১,৭৯৯ টাকা। ব্ল্যাক, ইন্ডিগো ব্লু, রোজ গোল্ড এবং গ্রে - এই চারটি কালার অপশনে সংস্থার নিজস্ব ওয়েবসাইট থেকে কিনতে পাওয়া যাচ্ছে নতুন এই ঘড়িটি। এর সাথে ক্রেতারা পাবেন এক বছরের ওয়্যারেন্টি।
PLAYFIT CHAMP2 স্মার্টওয়াচের স্পেসিফিকেশন
নবাগত প্লেফিট চ্যাম্প২ স্মার্ট ওয়াচের স্পেসিফিকেশন প্রসঙ্গে বলতে গেলে এটি ১.৬৯ ইঞ্চি ফুল টাচ ডিসপ্লের সাথে এসেছে। তাছাড়া হেলথ ফিচার হিসেবে এতে রয়েছে হার্ট রেট মনিটর, ব্লাড অক্সিজেন মনিটর, ক্যালোরি ট্র্যাকার ইত্যাদি। শুধু তাই নয়, ঘড়িটিতে ফিমেল হেলথ ট্র্যাকার এবং ড্রিংকিং ওয়াটার রিমাইন্ডার উপলব্ধ। সেই সঙ্গে ঘড়িটিতে পাওয়া যাবে বিভিন্ন ওয়াচফেস। তদুপরি ওয়্যারেবলটি রানিং, ফুটবল, স্কিপিং, ওয়াকিং, বাস্কেটবল, ওয়ার্ক আউটের মতো বিভিন্ন স্পোর্টস মোড সাপোর্ট করবে।
সংস্থার মতে, একবার চার্জে PLAYFIT CHAMP2 স্মার্টওয়াচ ৫ দিন পর্যন্ত সাধারণ ব্যবহারে এবং ৩০ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই মোডে সক্রিয় থাকবে। এর জন্য ঘড়িটিতে ব্যবহৃত হয়েছে ২২০ এমএএইচ ব্যাটারি। উপরন্তু ঘড়িটিকে সংস্থার প্লে ফিট অ্যাপস দ্বারা স্মার্টফোন থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব। সর্বোপরি, জল, ঘাম এবং ধুলো থেকে সুরক্ষা দেওয়ার জন্য ঘড়িটি IP68 রেটিং প্রাপ্ত।