Rakshabandhan Gift: সস্তায় সুন্দর! এবারের রাখীতে ভাই-বোনকে উপহার দিন এইসব Smartwatch

Rakhi Gift Ideas: আর দু-তিন পরেই রাখী বা রক্ষাবন্ধন (Rakshabandhan) উৎসব। ভাই-বোনের পবিত্র সম্পর্কের মধুরতা উদযাপনে মেতে...
Anwesha Nandi 26 Aug 2023 7:10 PM IST

Rakhi Gift Ideas: আর দু-তিন পরেই রাখী বা রক্ষাবন্ধন (Rakshabandhan) উৎসব। ভাই-বোনের পবিত্র সম্পর্কের মধুরতা উদযাপনে মেতে উঠবে পশ্চিমবাংলাসহ গোটা দেশ। এই বিশেষ উপলক্ষে আপনি যদি নিজের ভাই বা বোনকে কম বাজেটে কোনো উপহার দিতে চান, তাহলে এই প্রযুক্তিনির্ভর জীবনে কিন্তু স্মার্টওয়াচ (Smartwatch)-এর থেকে ভালো গিফ্ট আর কিছু হবেনা। এক্ষেত্রে আমরা Flipkart-এ অফারে উপলব্ধ কিছু সেরা স্মার্টওয়াচের কথা বলব যেগুলিতে সময় দেখার পাশাপাশি হেল্থ রিমাইন্ডার, কল অ্যাটেন্ডারের মতো ফিচার পাওয়া যাবে। আসুন, ঝটপট দেখে নিই তালিকা।

রাখীর উপহার, কম বাজেটে কিনুন এই ৫টি স্মার্টওয়াচ

১. Fire-Boltt Ninja Calling Pro: স্মার্টওয়াচটির দাম ৭,৯৯৯ টাকা, তবে এখন ফ্লিপকার্টে এটি ৮৩% ছাড়ে ১,২৯৯ টাকায় কেনা যাবে।

ফিচার বলতে এতে হার্ট রেট মনিটরিং, স্টেপ কাউন্টিং, ক্যালোরি বার্ন ইত্যাদি সুবিধা দেখা যাবে। এছাড়া ব্লুটুথ কল, সোশ্যাল অ্যাপের নোটিফিকেশনের পাশাপাশি পাওয়া যাবে ১.৬৯ ইঞ্চি এইচডি কার্ভড ডিসপ্লে।

২. Noise Colorfit Icon 2: এই ঘড়িতে আপনি পুরো ৭৩% ছাড় পাবেন, যার ফলে এটি ৫,৯৯৯ টাকার বদলে ১,৫৯৯ টাকায় পাওয়া যাবে।

স্মার্টওয়াচটি রক্তে অক্সিজেন মনিটরিং, ২৪*৭ হার্ট রেট মনিটরিং, স্ট্রেস মনিটরিং ইত্যাদি সুবিধা দেবে। সাথে থাকবে ব্লুটুথ কলিং, এলসিডি ডিসপ্লে ও ৭ দিনের ব্যাটারি লাইফ।

৩. BoAt Strom Call: এটি ১,৬৯৯ টাকায় পাওয়া যাবে, কিন্তু এর এমআরপি (MRP) ৭,৯৯০ টাকা।

এই স্মার্টওয়াচে ১.৬৯ ইঞ্চি এইচডি ২.৫ডি কার্ভড ডিসপ্লে দেখা যাবে। সাথে থাকবে হেল্থ ট্র্যাকিং, কলিং এবং আইপি৬৮ (IP68) ওয়াটার রেজিস্ট্যান্ট রেটিংয়ের সুবিধা।

৪. Fire-Boltt Apollo 2: এর দাম ১২,৯৯৯ টাকা হলেও ফ্লিপকার্টে এটি ২,৪৯৯ টাকায় পাওয়া যাবে।

এতে ১.৪৩ ইঞ্চি সুপার অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে, ব্লুটুথ কলিং, ১০০টির বেশি স্পোর্টস মোড ইত্যাদি ফিচার দেখা যাবে।

৫. Ambrane Wise Eon Max: এই আধুনিক ঘড়িটি কম দামে আকর্ষণীয়, যা কিনতে ৫,৯৯৯ টাকার বদলে ১,২৯৯ টাকা।

এটি ফিচার হিসেবে ২.০১ ইঞ্চি ডিসপ্লে, ব্লুটুথ কলিং, ইন-বিল্ট মাইক, ইন-বিল্ট স্পিকার ও হেল্থ ট্র্যাকিংয়ের সুবিধা মিলবে। সাথে থাকবে ১০ দিনের ব্যাটারি লাইফ।

Show Full Article
Next Story