Redmi Band 2: বিশ্ব বাজারে লঞ্চের আগেই রেডমির স্মার্ট ব্যান্ডের দাম সহ ছবি ফাঁস

২০২২ সালের ডিসেম্বরে Redmi Band এর উত্তরসূরী হিসাবে চীনে লঞ্চ হয় Redmi Band 2। এখন এই ফিটনেস ব্যান্ডটি ইউরোপের বাজারে আসতে চলেছে। সম্প্রতি আপকামিং Redmi…

২০২২ সালের ডিসেম্বরে Redmi Band এর উত্তরসূরী হিসাবে চীনে লঞ্চ হয় Redmi Band 2। এখন এই ফিটনেস ব্যান্ডটি ইউরোপের বাজারে আসতে চলেছে। সম্প্রতি আপকামিং Redmi Band 2 এর গ্লোবাল মডেল সম্পর্কিত কিছু তথ্য ফাঁস হয়েছিল। আজ আবার টিপস্টার স্ন্যুপি টেক একটি টুইটে Redmi Band 2 স্মার্ট ব্যান্ডের গ্লোবাল মডেলের রেন্ডার প্রকাশ্যে এনেছেন। রেন্ডারগুলি থেকে স্পষ্ট যে চীনা এবং গ্লোবাল মডেলের মধ্যে ডিজাইনগত কোনো পার্থক্য থাকবে না। তবে দামের দিক থেকে উভয় ভ্যারিয়েন্টে থাকবে বিস্তর হেরফের। চলুন Redmi Band 2 ফিটনেস ব্যান্ড সম্পর্কে যে যে তথ্য সামনে এসেছে সেগুলি জেনে নেওয়া যাক।

Redmi Band 2 ফিটনেস ব্যান্ডের সম্ভাব্য দাম ও লভ্যতা

টিপস্টার সুধাংশু অম্বরের মতে, রেডমি ব্যান্ড ২ ফিটনেস ব্যান্ডটি ৩৪.৯৯ ইউরো (প্রায় ৩,১০৬ টাকা ) মূল্যের সাথে বাজারে আত্মপ্রকাশ করবে। যদিও চীনে এর দাম ধার্য করা হয়েছে ১৫৯ ইউয়ান ( প্রায় ১,৯২০ টাকা )। আর ইউরোপীয় বাজারে রেডমি ব্যান্ড ২, ব্ল্যাক, আইভরি, অলিভ, পিঙ্ক, ব্লু এবং স্নেজি ক্রিম কালার অপশনগুলিতে পাওয়া যাবে বলে টিপস্টার জানিয়েছেন।

Redmi Band 2 ফিটনেস ব্যান্ডের সম্ভাব্য স্পেসিফিকেশন ও ফিচার

রেন্ডার অনুযায়ী, আপকামিং রেডমি ব্যান্ড ২ স্মার্ট ব্যান্ডটির গ্লোবাল মডেল ২৪৭ পিপিআই পিক্সেল ডেনসিটি সহ একটি ১.৪৭ ইঞ্চি টিএফটি স্ক্রিনের সাথে আসতে পারে। তাছাড়া এতে ১০০টিরও বেশি ওয়াচ ফেস থাকবে। আবার হেলথ ফিচার হিসেবে ব্যান্ডটিতে হার্ট রেট মনিটর, SpO2 সেন্সর, স্লিপ ও স্ট্রেস ট্র্যাকার উপলব্ধ হবে। সেই সঙ্গে ওয়্যারেবলটি ৩০টি স্পোর্টস মোড সাপোর্ট করবে। এর মধ্যে থাকবে রানিং, যোগা ইত্যাদি।

অন্যদিকে, স্বাভাবিক ব্যবহারে আসন্ন Redmi Band 2 ফিটনেস ব্যান্ড একবার চার্জে ১৪ দিন পর্যন্ত ব্যবহার করা যাবে। আবার খুব বেশি ব্যবহার করলে এর ব্যাটারির স্থায়িত্ব থাকবে ৬ দিন। সর্বোপরি ১৫ গ্রাম ওজনের ও ৯.৯ এমএম পুরু আপকামিং এই স্মার্ট ব্যান্ডটি 5ATM রেটিং সহ আসবে, ফলে জলের ৫০ মিটার গভীর পর্যন্ত অনায়াসে এটি ব্যবহারযোগ্য হবে।