Samsung এর নয়া পরিকল্পনা, Galaxy Watch 7 সিরিজের প্রথমবার দ্বিগুন স্টোরেজ সহ থাকবে তিনটি মডেল

Samsung Galaxy Watch 7 সিরিজ নিয়ে গত কয়েকমাস ধরে নানা তথ্য সামনে আসছে। শীঘ্রই এই স্মার্টওয়াচ সিরিজ বাজারে আসবে‌। এতে...
techgup 25 March 2024 12:34 PM IST

Samsung Galaxy Watch 7 সিরিজ নিয়ে গত কয়েকমাস ধরে নানা তথ্য সামনে আসছে। শীঘ্রই এই স্মার্টওয়াচ সিরিজ বাজারে আসবে‌। এতে Exynos W940 প্রসেসর থাকবে। এখন আবার SamMobile এই সিরিজ সম্পর্কে নতুন তথ্য ফাঁস করেছে।

জানা গেছে, Samsung Galaxy Watch 7 সিরিজের অধীনে তিনটি মডেল আসবে। এর আগে সংস্থাটি ওয়াচ সিরিজের অধীনে দুটি মডেল আনত। তবে মনে হচ্ছে Samsung তদের পরিকল্পনায় বদল আনছে।

রিপোর্টে বলা হয়েছে, স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৭ সিরিজের কম দামী ভ্যারিয়েন্টের মডেল নম্বর হবে - SM-L300 ও SM-L305। আর মিড রেঞ্জের ভ্যারিয়েন্টগুলির মডেল নম্বর হবে SM-L310 ও SM-L315। অন্যদিকে হাই-এন্ড ভ্যারিয়েন্টের মডেল নম্বর হবে - SM-700 ও SM-705।

এর আগে জানা গিয়েছিল যে, Samsung Galaxy 7 সিরিজে 32 জিবি স্টোরেজ থাকবে, যেখানে আগের সিরিজে 16 জিবি মেমোরি ছিল। আর নতুন সিরিজ WearOS 5 অপারেটিং সিস্টেমে চলবে। এই‌ ওয়াচ সিরিজের পাশাপাশি ফোল্ডেবল ফোন, Galaxy Bud 3, Galaxy Ring লঞ্চ হবে।

Show Full Article
Next Story