জল লাগলেও নষ্ট হবে না, 4 হাজার টাকায় এল Samsung Galaxy Watch Rugged Sport Band

টেক জায়ান্ট Samsung তাদের বিভিন্ন ডিভাইসের জন্য একাধিক অ্যাক্সেসরি ইকোসিস্টেম আপডেট করে চলেছে। সম্প্রতি সংস্থাটি এনেছে...
techgup 21 March 2023 12:12 PM IST

টেক জায়ান্ট Samsung তাদের বিভিন্ন ডিভাইসের জন্য একাধিক অ্যাক্সেসরি ইকোসিস্টেম আপডেট করে চলেছে। সম্প্রতি সংস্থাটি এনেছে একটি রাগড স্মার্ট ব্যান্ড, যা ওয়্যার ওএস বেস স্মার্টওয়াচে ব্যবহার করা যাবে। যে ঘড়িগুলিতে এটি ব্যবহারযোগ্য সেগুলি হল, Samsung Galaxy Watch 4 এবং Galaxy Watch 5 মডেল। নতুন এই স্পোর্টস ব্যান্ডটি একদিকে যেমন প্রিমিয়াম লুক অফার করবে অন্যদিকে তেমনি স্বাচ্ছন্দ্যের দিক থেকেও একধাপ এগিয়ে রয়েছে। চলুন নতুন Samsung Galaxy Watch Rugged Sport Band-এর দাম এবং বৈশিষ্ট্য বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক।

Samsung Galaxy Watch Rugged Sport Band-এর দাম ও লভ্যতা

যুক্তরাষ্ট্রীয় বাজারে স্যামসাং রাগড স্পোর্টস ব্যান্ডের দাম ধার্য করা হয়েছে ৪৯. ৯৯ ডলার (প্রায় ৪,০০০ টাকা)। এটি ব্ল্যাক এবং গ্রে কালারে উপলব্ধ। তাছাড়া ব্যান্ডটি স্মল/মিডিয়াম এবং মিডিয়াম/লার্জ এই দুটি সাইজ অপশনে এসেছে। যুক্তরাষ্ট্রীয় কাস্টমাররা ইতিমধ্যেই ব্যান্ডটি কিনতে পারবেন। যদিও এর শিপিং শুরু হবে আগামী সপ্তাহ থেকে। তবে ভারতীয় বাজারে এই রাগড স্পোর্টস ব্যান্ড কবে আসবে তা এখনো জানানো হয়নি।

Samsung Galaxy Watch Rugged Sport Band-এর ফিচার

স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৪ এবং ওয়াচ ৫ স্মার্টওয়াচের জন্য তৈরি নতুন রাগড ডিজাইনের স্পোর্টস ব্যান্ডটি শক্তপক্ত ফ্লুরোইলাস্টোমার মেটেরিয়ালের তৈরি, যা বর্তমানে গুগল পিক্সেল ওয়াচ এবং অ্যাপল ওয়াচ মডেলে দেখা যায়। আবার স্ট্র্যাপটি শুধুমাত্র জল প্রতিরোধী তাই নয়। যেকোনো চরম আবহাওয়ায় এটি ব্যবহারযোগ্য। উপরন্তু, পুরু এবং ফ্লেক্সিবল ডিজাইনের এই ব্যান্ডটিকে আরও শক্তিশালী করার জন্য বিশেষ টেক্সচার প্রদান করা হয়েছে। তাছাড়া ঘড়ির ব্যান্ডের ভেতরের অংশটি মসৃণ এবং নরম। ফলে দীর্ঘক্ষণ হাতে পরে থাকলেও ব্যবহারকারীর কোনো অসুবিধা হবে না। তদুপরি স্ট্র্যাপটিতে একটি বাকল ক্লিপ উপলব্ধ। ফলে অতিরিক্ত ব্যান্ড লুপের মধ্যেই আটকে থাকবে। তাই সংস্থার মতে, ব্যবহারকারী এই রাগড ব্যান্ডটি পরে দৈনন্দিন যেকোনো এক্টিভিটি অনায়াসেই করতে পারবেন।

আবার চিরাচরিত স্প্রিং পিন কানেক্টর ব্যবহার করে গ্যালাক্সি ওয়াচ স্মার্টওয়াচের অন্যান্য মডেলের সাথেও এই ব্যান্ড যুক্ত করা সম্ভব। সর্বোপরি ব্যান্ডটির বোল্ড এবং স্পোর্টি ডিজাইন একদিকে যেমন এটিকে দীর্ঘস্থায়ী করবে, অন্যদিকে ব্যবহারকারীর ব্যক্তিত্বকে মেলে ধরতে সাহায্য করবে।

Show Full Article
Next Story