2025 সালে নিজেকে ফিট রাখুন, দেখুন Samsung থেকে Google এর সেরা প্রিমিয়াম স্মার্টওয়াচ

স্যামসাংয়ের Samsung Galaxy Watch 7 স্মার্টওয়াচে রয়েছে ডুয়েল জিপিএস সাপোর্ট‌। আর আর্মার অ্যালুমিনিয়াম বিল্ডসহ স্যাফায়ার গ্লাসের সুরক্ষা এর ডিসপ্লেতে পাওয়া যাবে।

Puja Mondal 28 Dec 2024 11:31 AM IST

নতুন বছর সবাই নতুনভাবে শুরু করতে চায়। তাই জনপ্রিয় ব্র্যান্ডের প্রিমিয়াম এবং অত্যাধুনিক ফিচারের স্মার্টওয়াচ দিয়ে এই নতুন বছরের সূচনা করলে কেমন‌ হয়? 2025 সালের আগমনের সাথে সাথে স্মার্টওয়াচ প্রযুক্তিতেও নতুনত্ব এসেছে। স্টাইল, পারফরম্যান্স এবং হেলথ ফিচারে অনেক উন্নতি দেখা গেছে। এই প্রতিবেদনে তাই আমরা আপনার জন্য সেরা কয়েকটি স্মার্টওয়াচের সন্ধান দিতে চলেছি, যা প্রিমিয়াম বিল্ড এবং ফিচার অফার করে।

Samsung Galaxy Watch 7

স্যামসাংয়ের এই স্মার্টওয়াচে রয়েছে ডুয়েল জিপিএস সাপোর্ট‌। আর আর্মার অ্যালুমিনিয়াম বিল্ডসহ স্যাফায়ার গ্লাসের সুরক্ষা এর ডিসপ্লেতে পাওয়া যাবে। আবার 5ATM থাকার কারণে এটি পরে সাঁতার কাটা যাবে। সাথে IP68 রেটিং পাওয়া যাবে। ওয়াচটি 44 মিমি ডায়াল, 3 এনএম প্রসেসর এবং ওয়্যারওএস ভিত্তিক সফ্টওয়্যার স্কিন সহ এসেছে। এটি অ্যামাজনে 29,999 টাকায় পাওয়া যাচ্ছে।

Huawei Watch GT 4

কম বাজেটে ভালো স্মার্টওয়াচ চাইলে 16,999 টাকায় এই হুয়াওয়ে ওয়াচ নিতে পারেন। এতে বড় 46 মিমি ডায়াল আছে এবং পুরো চার্জে 14 দিন পর্যন্ত ব্যাটারি লাইফ পাওয়া যাবে। মাত্র 48 গ্রাম ওজনের এই স্মার্টওয়াচে রয়েছে বিল্ট-ইন ম্যাপ এবং অনেকগুলি হেলথ ফিচার। ব্লুটুথ কলিং ছাড়াও, এই ঘড়িটি ব্যবহারকারীদের তাদের প্রিয় অ্যাপ্লিকেশন ডাউনলোড করার সুবিধা দেয় এবং এতে অপ্টিমাইজড ইন্টারফেস আছে।

Garmin Forerunner 255

গারমিনের প্রিমিয়াম স্মার্টওয়াচটি প্রচুর হেলথ এবং ফিটনেস ফিচার সহ এসেছে। এর সঙ্গে রয়েছে স্লিপ, হার্ট রেট, ব্লাড প্রেসার ও প্রতিদিনের ওয়ার্কআউট পর্যবেক্ষণের অপশন। জিপিএস মোডে এটি 26 ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ দেবে। আবার স্মার্টওয়াচ মোডে 12 দিন পর্যন্ত ব্যাটারি লাইফ পাওয়া যাবে। এই ঘড়িতে 30 টিরও বেশি ইনবিল্ট অ্যাক্টিভিটি প্রোফাইল রয়েছে। এর দাম রাখা হয়েছে 36,999 টাকা।

Google Pixel Watch 3

গুগলের এই স্মার্টওয়াচ ওয়্যারওএস অপারেটিং সিস্টেমে চলে। মিনিমালিস্ট ডিজাইন এবং 45 মিমি ডায়াল পাওয়া যাবে এতে। এই ওয়াচে কাস্টম 3D কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন সহ এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে যা 2000 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এতে প্রচুর গুগল অ্যাপ্লিকেশন এবং উন্নত হেলথ এবং ফিটনেস ট্র্যাকিং ফিচার উপস্থিত। ফ্লিপকার্ট থেকে এটি 43,499 টাকায় কেনা যাবে।

Photo Credit: Digitaltrends

Show Full Article
Next Story