URBAN Zippy: ব্লুটুথ কলিং সহ বাজারে এল সহ দুর্দান্ত স্মার্টওয়াচ, রয়েছে অ্যামোলেড ডিসপ্লে

অডিও ডিভাইস প্রস্তুতকারী URBAN ব্র্যান্ড এবার ভারতীয় বাজারে নিয়ে আসলো নতুন URBAN Zippy স্মার্টওয়াচ। আধুনিক টেকনোলজি সহ আসা নতুন স্মার্টওয়াচটিতে দেওয়া হয়েছে ফ্যাশনেবল ডিজাইন। এতে…

অডিও ডিভাইস প্রস্তুতকারী URBAN ব্র্যান্ড এবার ভারতীয় বাজারে নিয়ে আসলো নতুন URBAN Zippy স্মার্টওয়াচ। আধুনিক টেকনোলজি সহ আসা নতুন স্মার্টওয়াচটিতে দেওয়া হয়েছে ফ্যাশনেবল ডিজাইন। এতে রয়েছে গোলাকার ডায়াল এবং ডুয়াল কালার সিলিকন স্ট্র্যাপ, যা সহজেই তরুণ প্রজন্মের দৃষ্টি আকর্ষণ করবে। চলুন দেখে নেওয়া যাক নতুন URBAN Zippy স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

URBAN Zippy -এর দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে URBAN Zippy স্মার্টওয়াচটির দাম ধার্য করা হয়েছে ২,৩৯৯ টাকা। এটি পিঙ্ক, ব্লু এবং হোয়াইট কালার অপশনে পাওয়া যাবে। সংস্থার নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি বিভিন্ন ই-কমার্স সাইটগুলি থেকেও কিনতে পাওয়া যাচ্ছে ঘড়িটি।

URBAN Zippy -এর স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত URBAN Zippy স্মার্টওয়াচটি ১.৩ ইঞ্চি গোলাকার অ্যামোলেড ডিসপ্লে সহ এসেছে, যাতে রয়েছে একাধিক কাস্টমাইজেবল ওয়াচফেস। আবার ঘড়িটিতে ব্লুটুথ কলিং ফিচার সাপোর্ট করবে। এর জন্য এতে ইনবিল্ট মাইক্রোফোন, ডায়াল প্যাড এবং কন্টাক্ট সেভিং অপশন উপলব্ধ।

অন্যদিকে হেলথ ফিচার হিসেবে ওয়্যারেবলটিতে রয়েছে হার্ট রেট মনিটর, SpO2 সেন্সর, ব্লাড প্রেসার মনিটর এবং ১২০টিরও বেশি স্পোর্টস মোড।

এখানেই শেষ নয়, ঘড়িটিতে পাওয়া যাবে বিল্ট-ইন গেম এবং ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট। তদুপরি স্মার্টওয়াচটির অন্যান্য উল্লেখযোগ্য ফিচার হলো ক্যালরিমিটার, সিডেন্টারি অ্যালার্ট, ড্রিঙ্ক ওয়াটার রিমেন্ডার, স্ট্যান্ডার্ড স্মার্টওয়াচ নোটিফিকেশন ইত্যাদি।

এবার আসা যাক, URBAN Zippy স্মার্টওয়াচটির ব্যাটারি প্রসঙ্গে। সংস্থার মতে, একবার চার্জে ঘড়িটি ৭ দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। সর্বোপরি ঘড়িটি জল ও ধুলো প্রতিরোধী বিশেষ রেটিং প্রাপ্ত।