গোল অ্যামোলেড ডিসপ্লে সহ লঞ্চ হল Vivo Watch 3 স্মার্টওয়াচ, রয়েছে ব্লুটুথ কলিং

চীনের পর এবার ফিলিপাইনে লঞ্চ হল Vivo Watch 3 স্মার্টওয়াচ। চীনা ভ্যারিয়েন্টের মতো একই ফিচার সহ স্মার্ট ঘড়িটি গ্লোবাল...
techgup 21 Sept 2024 4:19 PM IST

চীনের পর এবার ফিলিপাইনে লঞ্চ হল Vivo Watch 3 স্মার্টওয়াচ। চীনা ভ্যারিয়েন্টের মতো একই ফিচার সহ স্মার্ট ঘড়িটি গ্লোবাল মার্কেটে এসেছে। এতে গোলাকার ডায়েল দেখা যাবে, যা খুব স্টাইলিস। Vivo Watch 3 এর ওজন মাত্র ৩৬ গ্রাম এবং ফুল চার্জে এটি ১৬ ঘন্টা পর্যন্ত চলবে। চলুন স্মার্টওয়াচটির দাম ও ফিচার জেনে নেওয়া যাক।

Vivo Watch 3 স্মার্টওয়াচের গ্লোবাল ভ্যারিয়েন্টের দাম

ভিভো ওয়াচ ৩ এর লেদার স্ট্র্যাপ সহ মুন হোয়াইট ভ্যারিয়েন্টের দাম ১৪,৯৯৯ পেসো (প্রায় ২২,৫০০ টাকা), আর রাবার স্ট্র্যাপ সহ অ্যাস্ট্রেয়েড ব্ল্যাক ভ্যরিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ১৩,৯৯৯ পেসো (প্রায় ২১,০০০ টাকা)।

Vivo Watch 3 স্মার্টওয়াচের ফিচার ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াচ ৩ স্মার্টওয়াচে আছে ১.৪৩ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যার রেজোলিউশন ৪৬৬x৪৬৬ পিক্সেল। এতে অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট। এতে ৮-চ্যানেল হার্ট রেট ও ১৬-চ্যানেল ব্লাড অক্সিজেন ট্র্যাকিংয়ের সুবিধা আছে। আবার স্মার্ট ঘড়িটি স্ট্রেস লেভেল ট্র্যাক করতে, নয়েজ ট্র্যাক করতে এবং স্লিপ ট্র্যাক করতে পারে।

Vivo Watch 3 স্মার্টওয়াচে ১০০টি স্পোর্টস মোড সাপোর্ট করবে। আবার এতে ব্লুটুথ কলিং, মিউজিক কন্ট্রোল এবং এনএফসি প্রভৃতি সাপোর্ট করবে। ব্লুটুথ মোডে এর ব্যাটারি ১৬ দিন পর্যন্ত ব্যাকআপ দেবে।

Show Full Article
Next Story