একদিন পরেই বাজারে আসছে Xiaomi Buds 4 ইয়ারফোন ও Watch S2 স্মার্টওয়াচ, দাম ও ফিচার ফাঁস

ইতিমধ্যেই টেকজয়েন্ট Xiaomi তাদের আপকামিং লঞ্চ ইভেন্টের দিনক্ষণ ঘোষণা করেছে। আগামী ১ ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে শাওমি ১৩ স্মার্টফোন সিরিজের লঞ্চ ইভেন্ট। সংস্থার তরফে আরও…

ইতিমধ্যেই টেকজয়েন্ট Xiaomi তাদের আপকামিং লঞ্চ ইভেন্টের দিনক্ষণ ঘোষণা করেছে। আগামী ১ ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে শাওমি ১৩ স্মার্টফোন সিরিজের লঞ্চ ইভেন্ট। সংস্থার তরফে আরও নিশ্চিত করা হয়েছে এই লঞ্চ ইভেন্টে আত্মপ্রকাশ করবে Xiaomi Buds 4 ইয়ারফোন এবং Xiaomi Watch S2 স্মার্টওয়াচ। এরমধ্যে আপকামিং স্মার্টফোনগুলি সম্পর্কে বেশ কিছু তথ্য লিক হলেও ওয়্যারেবল এবং অডিও ডিভাইসটি সম্পর্কে এতদিন বিশেষ কিছু জানা যায়নি। কেবল এদের ডিজাইনের ঝলক দেখিয়েছে সংস্থাটি। তবে এখন ৯১ মোবাইলস তাদের প্রতিবেদনে Xiaomi Buds 4 ইয়ারফোন এবং Xiaomi Watch S2 এর বেশ কিছু ফিচার ও স্পেসিফিকেশন সামনে নিয়ে এসেছে।

Xiaomi Buds 4 এবং Watch S2 এর দাম ও লভ্যতা

৯১ মোবাইলস এর রিপোর্ট অনুযায়ী, চীনের বাজারে শাওমি বাডস ৪ ইয়ারফোনের দাম ধার্য করা হয়েছে ৬০০ ইউয়ান (প্রায় ৬,৮০০ টাকা)। ভারতে এই ইয়ারফোনের দাম ৭,৫০০ টাকার মতো রাখা হতে পারে। অন্যদিকে জনপ্রিয় টিপস্টার ঈশান আগরওয়াল বলেছেন, ওয়াচ এস ২ স্মার্টওয়াচের দাম ধার্য করা হবে ৯৯৯ ইউয়ান (প্রায় ১১,৪০০ টাকা)।

Xiaomi Buds 4 এবং Watch S2 স্মার্টওয়াচের স্পেসিফিকেশন ও ফিচার

ইতিমধ্যেই শাওমি সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে দেশীয় বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে শাওমি বাডস ৪ ইয়ারফোন। সেই সঙ্গে ইয়ারফোনটির ডিজাইন সম্পর্কে আভাস দিয়েছে সংস্থাটি। শাওমি বাডস ৪ ইয়ারফোনের ডিজাইন প্রসঙ্গে বলতে গেলে, এটি লম্বা স্টেম সহ ওপেন ইয়ার ডিজাইনে আসছে। তাছাড়া এর প্রত্যেকটি ইয়ারবাডে থাকবে মাইক্রোফোনের কাটআউট। এমনকি এর চার্জিং কেসটি ডুয়াল টোনের হবে।

এবার আলোচনা করা যাক আসন্ন শাওমি ওয়াচ এস ২ স্মার্টওয়াচ নিয়ে। ৯১ মোবাইলস এর রিপোর্টে দাবি করা হয়েছে, নতুন শাওমি ওয়াচ এস ২ স্মার্টওয়াচটি ৪২ এমএম এবং ৪৬ এমএম দুটি ভার্সনে আসতে চলেছে। এর মধ্যে ৪২ এমএম ভ্যরিয়েন্টটি ব্ল্যাক ও গোল্ড কালারে এবং ৪৬ এমএম ভ্যারিয়েন্ট ব্ল্যাক এবং সিলভার শেডে আসবে।

অন্যদিকে আপকামিং শাওমি ওয়াচ এস ২ স্মার্টওয়াচের ডিজাইন প্রসঙ্গে বলতে গেলে এতে দেখা যাবে স্টেনলেস স্টিলের ফ্রেমের সাথে গোলাকৃতি ডায়াল। শুধু তাই নয়, এতে থাকবে অ্যামোলেড ডিসপ্লে। আর পূর্বসূরী ওয়াচ এস ১ স্মার্টওয়াচের মতো আসন্ন ঘড়িটিতে ব্লুটুথ কলিং, জিপিএস এবং রুট ট্রাকিং ও নেভিগেশন ফিচার থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *