- Home
- »
- স্মার্টওয়াচ »
- Xiaomi Watch S3 প্রথম HyperOS চালিত...
Xiaomi Watch S3 প্রথম HyperOS চালিত স্মার্টওয়াচ হিসেবে 26 অক্টোবর লঞ্চ হচ্ছে, থাকবে নতুন ডিজাইন
Xiaomi আগামী ২৬ অক্টোবর একটি লঞ্চ ইভেন্টের আয়োজন করেছে। এই ইভেন্টে Xiaomi 14 সিরিজের ফোন লঞ্চ করা হবে। পাশাপাশি নয়া TV...Xiaomi আগামী ২৬ অক্টোবর একটি লঞ্চ ইভেন্টের আয়োজন করেছে। এই ইভেন্টে Xiaomi 14 সিরিজের ফোন লঞ্চ করা হবে। পাশাপাশি নয়া TV S Pro সিরিজের উপর থেকেও পর্দা সরানো হবে। আজ আবার জানা গেছে যে, এই ইভেন্টে Xiaomi Watch S3 স্মার্টওয়াচ উন্মোচন করা হবে।
নাম দেখেই বোঝা যাচ্ছে যে, এটি Xiaomi Watch S2 এর উত্তরসূরি হিসেবে আসবে। আর নতুন মডেলটি নয়া ডিজাইন ও নতুন সফটওয়্যারের সাথে আত্মপ্রকাশ করবে বলেও জানা গেছে।
এদিকে Xiaomi Watch S3 ব্ল্যাক ও সিলভার কালারে পাওয়া যাবে। এছাড়া বিভিন্ন স্ট্র্যাপ কালার সহ এটি বাজারে আসবে। কয়েকদিন আগের একটি রিপোর্টে দাবি করা হয়েছিল যে, নতুন স্মার্টওয়াচে ১.৪৩ ইঞ্চি গোলাকার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হবে। ডিসপ্লের চারপাশে হালকা বেজেল দেখা যাবে, যা ৬০ হার্টজ রিফ্রেশ রেট ও ৬০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে।
আবার শাওমি ওয়াচ এস৩ প্রথম HyperOS অপারেটিং সিস্টেম চালিত স্মার্টওয়াচ হবে। এই নতুন সফটওয়্যারটি এমআইইউআই অপারেটিং সিস্টেমের পরিবর্তে আনা হয়েছে। যদিও এর ফিচার সম্পর্কে কিছু জানা যায়নি।