- Home
- »
- স্মার্টওয়াচ »
- মুহূর্তে পাবেন ইসিজি রিপোর্ট, আজ আসছে...
মুহূর্তে পাবেন ইসিজি রিপোর্ট, আজ আসছে Xiaomi-র প্রথম ব্লাড প্রেসার রেকর্ডার স্মার্টওয়াচ
বাজারে আসতে চলেছে Xiaomi-র প্রথম ব্লাড প্রেসার মনিটরিং ফিচার যুক্ত স্মার্টওয়াচ, যার নাম Xiaomi Wrist ECG Blood Pressure...বাজারে আসতে চলেছে Xiaomi-র প্রথম ব্লাড প্রেসার মনিটরিং ফিচার যুক্ত স্মার্টওয়াচ, যার নাম Xiaomi Wrist ECG Blood Pressure Recorder। আজ অর্থাৎ ২৬ অক্টোবর Xiaomi 14, Hyper OS এবং Xiaomi Watch S3 স্মার্টওয়াচের পাশাপাশি বাজারে আসতে চলেছে নতুন এই ওয়্যারেবল ডিভাইসটি। চলুন এই নতুন ডিভাইস সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।
Xiaomi Wrist ECG Blood Pressure Recorder
Xiaomi সংস্থার তরফে প্রকাশিত টিজার ইমেজ থেকে জানা গেছে, শাওমি রিস্ট ইসিজি ব্লাড প্রেসার রেকর্ডার স্মার্টওয়াচটি গোলাকার ডায়াল সহ স্লিক ডিজাইনে আসতে চলেছে। এর ডান ধারে থাকবে দুটি ফিজিক্যাল বাটন। তাছাড়া এর স্ট্র্যাপটি শক্তপোক্ত ডিজাইনের হবে, যার ফলে ব্লাড প্রেসার সহজেই মাপা সম্ভব। আবার ব্যবহারকারীর সুবিধার জন্য এর ডিসপ্লেতে সহজেই ব্লাড প্রেসার রিড করা যাবে। আর এই রিডিংয়ে থাকবে, কালার কোডেড রিস্ক লেভেল ইন্ডিকেটর।
অন্যদিকে, পোর্টেবল ডিজাইনের এই স্মার্টওয়াচটির মাধ্যমে যে কোনো জায়গায় ব্লাড প্রেসার মনিটারিং করা সম্ভব। বিশেষ করে বয়স্কদের, যাদের হাইপারটেনশন আছে তাদের জন্য এটি খুবই উপযোগী বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, এতে আগে থেকে অটোমেটিক মেজারমেন্ট সেটিংও ঠিক করে রাখা যাবে। প্রসঙ্গত উল্লেখ্য, স্মার্টওয়াচটি চীনের ক্লাস ২ মেডিকেল ডিভাইস সার্টিফিকেশন প্রাপ্ত।
এখানেই শেষ নয়, বেজিং মিউনিসিপাল ড্রাগ এডমিনট্রেশনের তরফ থেকে জানানো হয়েছে, Xiaomi Wrist ECG Blood Pressure Recorder ডিভাইসে থাকছে ওয়াচ, ট্র্যাপ, এয়ারব্যাগ, চার্জিং বেস এবং মোবাইল অ্যাপ সফটওয়্যার। তবে এখানে জানিয়ে রাখা দরকার, এই ডিভাইসটি কেবলমাত্র প্রাপ্তবয়স্কদের রিস্ট থেকে ইসিজি ডেটা সংগ্রহের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে এবং ওসকিলোস্কোপ পদ্ধতিতে এটি ব্লাড প্রেসার ও পালস পরিমাপ করতে পারবে।