- Home
- »
- স্মার্টওয়াচ »
- দেখতে যেন Apple Watch, সস্তায় ব্লুটুথ...
দেখতে যেন Apple Watch, সস্তায় ব্লুটুথ কলিং ফিচার সহ Zebronics লঞ্চ করল দুর্দান্ত স্মার্টওয়াচ
সাম্প্রতিক সময়ে বাজারে এসেছে Apple Watch Ultra -র মতো দেখতে একাধিক স্মার্টওয়াচ। এবার দেশীয় সংস্থা Zebronics -ও সেই...সাম্প্রতিক সময়ে বাজারে এসেছে Apple Watch Ultra -র মতো দেখতে একাধিক স্মার্টওয়াচ। এবার দেশীয় সংস্থা Zebronics -ও সেই দলে নাম লেখালো। তারা নিয়ে এসেছে নতুন একটি স্মার্টওয়াচ, যার নাম Zebronics Zeb Iconic Ultra। ডিজাইনগত দিক থেকে অ্যাপল ওয়াচের আল্ট্রার সমতুল্য এই ঘড়িটিতে রয়েছে একাধিক আকর্ষণীয় ফিচার, যা বাজার চলতি সাশ্রয়ী মূল্যের অন্যান্য ঘড়িগুলিতে অনুপস্থিত। এর মধ্যে উল্লেখযোগ্য ব্লাড প্রেসার মনিটর। তাছাড়া ঘড়িটিতে ব্লুটুথ কলিং ফিচার সাপোর্ট করবে। চলুন দেখে নেওয়া যাক নতুন Zebronics Zeb Iconic Ultra স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।
Zebronics Zeb Iconic Ultra স্মার্টওয়াচের দাম ও লভ্যতা
ভারতীয় বাজারে জেব্রনিক্স জেব আইকনিক আলট্রা স্মার্টওয়াচটির দাম রাখা হয়েছে ৩,২৯৯ টাকা। ই-কমার্স সাইট অ্যামাজন থেকে কিনতে পাওয়া যাচ্ছে ঘড়িটি। আর অরেঞ্জ এবং ব্ল্যাক, এই দুটি কালার অপশনে ক্রেতারা বেছে নিতে পারবেন এই স্মার্টওয়াচ।
Zebronics Zeb Iconic Ultra স্মার্টওয়াচের স্পেসিফিকেশন ও ফিচার
নবাগত জেব্রনিক্স জেব আইকনিক আল্ট্রা স্মার্টওয়াচটি ১.৭৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে। এর ওপরে রয়েছে ২.৫ডি কার্ভড গ্লাসের আচ্ছাদন। আর ঘড়িটি অলওয়েজ অন ডিসপ্লে মোড সাপোর্ট করবে এবং এতে থাকছে একাধিক কাস্টমাইজেবল ওয়াচফেস। আবার অ্যাপেল ওয়াচ আল্ট্রার মতো এর ডান ধারে একটি ক্রাউন বাটন উপস্থিত।
অন্যদিকে, হেলথ ফিচার হিসেবে ঘড়িটিতে হার্ট রেট মনিটর, SpO2 সেন্সর, স্লিপ ট্র্যাকার এবং মেনস্ট্রুয়াল মনিটর উপলব্ধ। শুধু তাই নয়, ঘড়িটি ব্যবহারকারীর ব্লাড প্রেসারও নিরীক্ষণ করতে পারবে। এছাড়া এতে রয়েছে মেডিটেটিভ ব্রিদিং সেশন। সেই সঙ্গে জেব্রনিক্স জেব আইকনিক আল্ট্রা স্মার্টওয়াচটি ১০০ টি স্পোর্টস মোড সাপোর্ট সহ এসেছে।
তবে ওয়্যারেবলটির আরেকটি উল্লেখযোগ্য ফিচার হলো ব্লুটুথ কলিং। এর জন্য ঘড়িটিতে ইনবিল্ট মাইক্রোফোন এবং স্পিকার উপলব্ধ। এছাড়াও Zebronics Zeb Iconic Ultra স্মার্টওয়াচ ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করবে। তদুপরি আলোচ্য স্মার্টওয়াচের অন্যান্য নজরকাড়া বৈশিষ্ট্য হলো, ক্যালকুলেটর, ওয়েদার আপডেট, ক্যামেরা এবং মিউজিক কন্ট্রোল, স্মার্ট নোটিফিকেশন ইত্যাদি। আবার সংস্থার মতে, একবার চার্জে এটি পাঁচ দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। এর জন্য ঘড়িটিতে দেওয়া হয়েছে ২৬০ এমএএইচ ব্যাটারি। সর্বোপরি জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য স্মার্টওয়াচটি IP67 রেটিং সহ এসেছে।